Advertisement

Gangasagar: '...মুসলিমদের দুর্দশার শেষ থাকবে না,' গঙ্গাসাগরে হুঁশিয়ারি পুরীর মন্দিরের শঙ্করাচার্যের

'হিন্দু উত্তেজিত হলে মুসলিমদের দুর্দশার শেষ থাকবে না,' গঙ্গাসাগরে এসে বললেন পুরীর মন্দিরের শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন পুরীর মন্দিরের শঙ্করাচার্য।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন পুরীর মন্দিরের শঙ্করাচার্য।
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 14 Jan 2025,
  • अपडेटेड 1:38 PM IST
  • তিনি বলেন, 'বাংলাদেশ অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে।'
  • তিনি আরও বলেন, 'একসময় এই বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়নমার সকলেই ভারতের অংশ ছিল।'
  • প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় আসেন পুরীর মন্দিরের শঙ্করাচার্জ শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ।

'হিন্দু উত্তেজিত হলে মুসলিমদের দুর্দশার শেষ থাকবে না,' গঙ্গাসাগরে এসে বললেন পুরীর মন্দিরের শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ। বাংলাদেশের পরিস্থিতি অশান্ত। সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে কোচবিহার ও মালদহে বাংলাদেশের বাধার মুখে পড়েছে বিএসএফ। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারেরর খবর এখনও আসছে। এমনই প্রেক্ষাপটে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পুরীর মন্দিরের শঙ্করাচর্য শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ। 

তিনি বলেন, 'বাংলাদেশ অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে। সেখানে হিন্দুদের উপর অত্যাচার... এটা ঠিক হচ্ছে না। হিন্দুদের উপর অত্যাচার বা তাঁদের সেখান থেকে তাড়িয়ে দিলে, যেখানে অল্প সংখ্যক মুসলমান রয়েছে সেখানে তাঁদের কি হবে? ফলে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন।' 

তিনি আরও বলেন, 'একসময় এই বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়নমার সকলেই ভারতের অংশ ছিল। বাংলার এই মুসলমানদের পূর্ব পুরুষরা সকলেই হিন্দু ছিলেন। তিনি বলেন, 'মুসলমানদের ভাবতে হবে, যাঁদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন, তাঁরা আমাদের কাছে নমস্য। হিন্দুদের পূর্বপুরুষরা, যাঁরা অসম পরিস্থিতিতেও কার্যত নিজেদের মাথা ঝোঁকাননি, নিজেদের সনাতন ধর্মকে রক্ষা করেছেন, তাঁদেরকে সম্মান করতে হবে। ফলে হিন্দুদের সম্মান করুন, তাঁদের পাশে থাকুন। যদি হিন্দুরা উত্তেজিত হয়ে যায়, তাহলে মুসলমানদের দুর্দশার শেষ থাকবে না।'

প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় আসেন পুরীর মন্দিরের শঙ্করাচার্জ শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ। এবার গঙ্গাসাগর মেলায় এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা বলেন।

সংবাদদাতাঃ প্রসেনজিৎ সাহা

Read more!
Advertisement
Advertisement