Advertisement

Bangladeshi Arrested: কোচবিহারে ২ বাংলাদেশি গ্রেফতার, বলছেন, বলছেন পুজো দেখতে এসেছিলেন

বাংলায় দুর্গাপুজোয় কেমন ধুমধাম হয়, তা দেখতে এসেছিলেন দুই বাংলাদেশি। কিন্তু পড়তে হল পুলিশের হাতে। গ্রেফতার হয়ে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁদের। কিন্তু পুজো দেখতে এলে পুলিশ ধরবে কেন? কারণ তাঁরা দুজনেই সীমান্ত পার হয়ে এসেছিলেন। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Sep 2025,
  • अपडेटेड 3:20 PM IST
  • বাংলায় দুর্গাপুজোয় কেমন ধুমধাম হয়, তা দেখতে এসেছিলেন দুই বাংলাদেশি।
  • কিন্তু পড়তে হল পুলিশের হাতে।

বাংলায় দুর্গাপুজোয় কেমন ধুমধাম হয়, তা দেখতে এসেছিলেন দুই বাংলাদেশি। কিন্তু পড়তে হল পুলিশের হাতে। গ্রেফতার হয়ে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁদের। কিন্তু পুজো দেখতে এলে পুলিশ ধরবে কেন? কারণ তাঁরা দুজনেই সীমান্ত পার হয়ে এসেছিলেন। 

হলদিবাড়ি ব্লকের ঝাড়সিংহাসন এলাকায় ভোররাতে তিস্তার পার ধরে মোটরবাইক চালিয়ে দুই বাংলাদেশিকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী। স্থানীয়দের প্রশ্নে বাইকটি থামতে অস্বীকার করলে ধাওয়া চালিয়ে বাইকের দুই আরোহীকে ফেলে রেখে চালক পালিয়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম দশরথ রায় (২৭) ও কালীদাস রায় (৫০)। তারা বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার গ্রামের বাসিন্দা। মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, 'ঝাড়সিংহাসন গ্রামের কাছে তিস্তার উন্মুক্ত সীমান্ত রয়েছে। এখান দিয়ে নিত্যনতুন অনুপ্রবেশ ঘটছে। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।'
 

 

Read more!
Advertisement
Advertisement