বাংলাদেশের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২২১৬.৭ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এখনও প্রায় ৫৬৯ কিমি বেড়াহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে ১১২.৭৮ কিমি জায়গায় প্রাকৃতিক কারণ বা ভৌগোলিক সমস্যার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। তবে বাকি ৪৫৬.২২ কিমিতে বেড়া বসানো সম্ভব হলেও কাজ সম্পূর্ণ হয়নি।
রাজ্যসভায় লিখিত জবাবে বুধবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিজেপি সাংসদ শম্ভুশরণ পটেল এবং নীরজ শেখরের প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৩,৯৬৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।
২০২৩ সালে ধরা পড়েছেন ১,৫৪৭ জন, ২০২৪ সালে ১,৬৯৪ জন, চলতি বছর (২০২৫ সালের অগস্ট পর্যন্ত) ধরা পড়েছেন ৭২৩ জন। যদিও গত বছরের তুলনায় এ বছর অনুপ্রবেশকারীর সংখ্যা কিছুটা কমেছে বলেই কেন্দ্রীয় তথ্য বলছে।
বেড়া তৈরির কাজ কোথায় দাঁড়িয়ে?
বর্তমানে ৭৭.৯৩ কিমি এলাকায় বেড়ার কাজ চলছে। ২২৯.৩১ কিমির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। বাকি ১৪৮.৯৭ কিমিতে এখনও জমি অধিগ্রহণ শুরুই হয়নি।
বিএসএফের তরফে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বা আর্থিক সমস্যার কারণে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের প্রবণতা বাড়ে। তাই কাঁটাতারের বেড়া অত্যন্ত জরুরি হলেও বহু এলাকায় এখনও কাজ অসম্পূর্ণ।
রাজনৈতিক চাপ বাড়তে পারে
রাজ্যের শাসকদল আগেও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছিল। এবার সংসদে এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ায় বিরোধী রাজনীতিতে বিতর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।