বৃহস্পতিবার দুপুরে আচমকা আকাশ কালো করে ঝড়-বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রবল বজ্রপাত। সেই বজ্রপাতেই মর্মান্তিক মৃত্যু ঘটল পশ্চিমবঙ্গের দুই জেলায়, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২ জন।
বাঁকুড়ায় মৃত্যু ৪ জনের, আহত ২
বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনা ঘটে। কোতুলপুর থানার খিরি গ্রামে মাঠে আমন ধান রোপণ করার সময় বাজ পড়ে গুরুতর আহত হন জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা। পরে হাসপাতালে নিয়ে গেলে জিয়াউল হককে মৃত ঘোষণা করা হয়।
পাত্রসায়ের থানার কাটাবন এলাকার উদয়পল্লী স্কুলের পাশে বাজে আক্রান্ত হন জীবন ঘোষ নামে এক যুবক। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি ও বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকেও মৃত ঘোষণা করেন।
ওন্দা থানার কামারকাটা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় নারায়ণ সাওয়ার নামে এক ব্যক্তির। একই সময়ে ইন্দাস থানার বাঙালচক এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে শেখ ইসমাইল নামে এক কৃষকের। এই ঘটনায় বুলটি বাগদী নামে এক মহিলা আহত হয়েছেন।
পূর্ব বর্ধমানে মৃত্যু ২ জনের
পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি ব্লকের আলমপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন সনাতন পাত্র (৬০)। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
একইদিন আউশগ্রাম থানার ভেদিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় হেব্ররম (২৮) মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে মারা যান।
প্রশাসনের সতর্কতা
এই ধারাবাহিক মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তরফে বাজ পড়ার সময় খোলা মাঠ, জলাধার বা উঁচু গাছপালা সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।