Advertisement

HS Exam: 'কেউ যেন ডাকছে...' উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ভয়ে আত্মঘাতী বাঁকুড়ার ছাত্রী

উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই ভয়ে আত্মঘাতী ছাত্রী। ঘটনাটি বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামের। পুলিশ সূত্রে খবর, ছাত্রীর নাম বর্ষা দে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উচ্চমাধ্যমিকের জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না বর্ষা। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের।

উচ্চমাধ্যমিক শুরুর আগে আত্মঘাতী বাঁকুড়ার ছাত্রী।উচ্চমাধ্যমিক শুরুর আগে আত্মঘাতী বাঁকুড়ার ছাত্রী।
Aajtak Bangla
  • বাঁকুড়া,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 1:55 PM IST

উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই ভয়ে আত্মঘাতী ছাত্রী। ঘটনাটি বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামের। পুলিশ সূত্রে খবর, ছাত্রীর নাম বর্ষা দে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উচ্চমাধ্যমিকের জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না বর্ষা। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের। সম্ভবত পরীক্ষায় ফেল করার আশঙ্কাতেই আত্মহত্যা করেন তিনি। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামের বর্ষা দে স্থানীয় টানাদিঘি হাইস্কুলের ছাত্রী। এবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার কথা। পরীক্ষাকেন্দ্র ছিল রাজগ্রাম হাইস্কুলে। পরিবারের দাবি পরীক্ষা নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই পরীক্ষার্থী। পরীক্ষার্থীর বাবা জানালেন, কয়েকদিন ধরেই বর্ষা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার কথা বলছিলেন। সেই সঙ্গে বলছিলেন শরীর কেমন করছে, কে যেন ডাকছে, ভয় হচ্ছে। 

গতকাল ওই ছাত্রী শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁর চিকিৎসাও করানো হয়। আজ সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরে পড়তে বসেছিলেন। এর কিছুক্ষণ পরেই সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। 

বাড়ির লোকেদের নজরে বিষয়টি আসতেই তাঁরা দ্রুত তাঁকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে ততক্ষণে সব শেষ। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

মনোবিদরা বলছেন, পরীক্ষার আগে ছাত্রীদের মধ্যে মানসিক অবসাদ, অ্যাংসাইটি খুবই স্বাভাবিক। এই সময় পরিবারের সদস্যদের পাশে থাকাটা খুব জরুরি। পরীক্ষার্থীদের ভাল পারফর্ম্যান্সের জন্য চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। বরং তাঁদের ভাল করার জন্য় ইতিবাচকভাবে অনুপ্রাণিত করতে হবে। এর পাশাপাশি তাঁদের এটাও বোঝাতে হবে যে, একটি পরীক্ষাই জীবনের সব কিছু নয়। পরীক্ষায় পাস না হলেও নব উদ্যমে দ্বিতীয়বারের জন্য প্রস্তুতিতে সমর্থন করতে হবে পরিবারকে। 

Read more!
Advertisement
Advertisement