Advertisement

Crime News Baruipur: দিনেদুপুরে বারুইপুরে ব্যবসায়ীকে ধারাল অস্ত্রের কোপ, দোকান থেকে টাকা নিয়ে চম্পট ৪ দুষ্কৃতী

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দিনে দুপুরে ডাকাতির ঘটনা। বিশালক্ষী তলায় এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা।

ইনসেটে- আহত ব্যবসায়ী। ইনসেটে- আহত ব্যবসায়ী।
শুভদীপ রক্ষিত
  • বারুইপুর,
  • 07 Feb 2025,
  • अपडेटेड 4:07 PM IST

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দিনে দুপুরে ডাকাতির ঘটনা। বিশালক্ষী তলায় এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা।

এদিন ভরদুপুরে জাকির হোসেন মোল্লা নামে এক আসবাব ব্যবসায়ীর দোকানে হানা দেয় চার দুষ্কৃতী। মোটর বাইকে করে এসে ক্রেতা সেজে দোকানে ঢোকে তারা।

এরপর ব্যবসায়ীকে বেঁধে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। দোকান ও সংলগ্ন বাড়ি থেকে টাকা লুট করে চম্পট দেয় তারা।

গুরুতর আহত অবস্থায় জাকির হোসেন মোল্লাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তদন্ত

হামলার কারণ ব্যক্তিগত শত্রুতা নাকি পূর্বপরিচিত কেউ এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চার দুষ্কৃতীর গতিবিধি বোঝার চেষ্টা চলছে। তারা কোন পথ দিয়ে পালিয়েছে, কার সঙ্গে যোগাযোগ ছিল, তা নিয়েও তদন্ত চলছে।

এলাকায় আতঙ্ক

এই ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। অনেক ব্যবসায়ী দোকান খোলার সাহস পাচ্ছেন না। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

দক্ষিণ ২৪ পরগনায় দুষ্কৃতী কার্যকলাপ বাড়ছে বলে অভিযোগ তুলছেন বিরোধী শিবিরের রাজনীতিবিদরা। এর আগেও এই জেলায় চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু এভাবে প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে হামলার ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

তবে আমজনতাকে আশ্বাস দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। দ্রুত অপরাধীদের ধরা হবে বলে জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই তদন্তে নেমেছেন দুঁদে পুলিশ অফিসাররা। সেই সঙ্গে এলাকায় বাড়তি নজরদারিরও আশ্বাস দিয়েছেন তাঁরা।

সংবাদদাতা-  প্রসেনজিৎ সাহা
 

Read more!
Advertisement
Advertisement