Advertisement

Tragic Death in Howrah: পেটে গ্যাস হয়েছিল, বন্ধুর পরামর্শে পায়ুদ্বারে ব্লোয়ার গুঁজে হাওয়া, মর্মান্তিক মৃত্যু হাওড়ায়

হাওড়ার বাউরিয়ায় এক জুটমিল শ্রমিকের অদ্ভুত ও মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাসের সমস্যায় ভুগছিলেন ৫৪ বছরের সাবির মল্লিক। বন্ধুদের পরামর্শেই ব্লোয়ার মেশিনের মাধ্যমে শরীরে বাতাস প্রবেশ করানোর চেষ্টা করেন তিনি। এর ফলে নাড়িভুড়ি ফেটে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাওড়ায় মর্মান্তিক মৃত্যু।প্রতীকী কোলাজহাওড়ায় মর্মান্তিক মৃত্যু।প্রতীকী কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2025,
  • अपडेटेड 12:55 PM IST
  • হাওড়ার বাউরিয়ায় এক জুটমিল শ্রমিকের অদ্ভুত ও মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • গ্যাসের সমস্যায় ভুগছিলেন ৫৪ বছরের সাবির মল্লিক।

হাওড়ার বাউরিয়ায় এক জুটমিল শ্রমিকের অদ্ভুত ও মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাসের সমস্যায় ভুগছিলেন ৫৪ বছরের সাবির মল্লিক। বন্ধুদের পরামর্শেই ব্লোয়ার মেশিনের মাধ্যমে শরীরে বাতাস প্রবেশ করানোর চেষ্টা করেন তিনি। এর ফলে নাড়িভুড়ি ফেটে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই পেটের গ্যাসজনিত সমস্যায় ভুগছিলেন সাবির মল্লিক। এসময় তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু পরামর্শ দেন, কারখানার ব্লোয়ার মেশিন দিয়ে শরীরে বাতাস ঢোকালে গ্যাস বেরিয়ে যেতে পারে। বন্ধুর কথামতোই কাজ করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হন তিনি।

রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বাউরিয়ার এক জুটমিলে। মেশিনের অতিরিক্ত বাতাস শরীরের অভ্যন্তরে প্রবেশ করায় পেটের ভেতরে থাকা নাড়িভুড়ি ফেটে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হলে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশি তদন্ত ও বর্তমান পরিস্থিতি
ঘটনার পরই সংশ্লিষ্ট জুটমিলে শোকের ছায়া নেমে এসেছে। বাউরিয়া থানার পুলিশ জানিয়েছে, যিনি এই পরামর্শ দিয়েছিলেন, তিনি সাবিরের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং মজা করেই এই কথা বলেছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, ফলে পুলিশ এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বাউরিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে অতি বোকামি ও অবহেলার পরিণতি বলে মনে করছেন। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, এমন অযৌক্তিক চিকিৎসা প্রয়োগ মারাত্মক বিপজ্জনক হতে পারে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement