Advertisement

BGBS 2025: বাংলায় কত লগ্নি? আজ থেকে শুরু BGBS, আম্বানি-জিন্দল সহ এক ঝাঁক শিল্পপতি

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2025)। কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ২ দিনের এই বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পপতিরা। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ প্রায় ৫ হাজার জন এই সম্মেলনে যোগ দেবেন। ৪০টি দেশের মধ্যে ২০টি সহযোগী দেশ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই বাণিজ্য সম্মেলন রাজ্যের শাসকদলের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 9:23 AM IST
  • আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।
  • কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ২ দিনের এই বাণিজ্য সম্মেলন।
  • যোগ দেবেন দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পপতিরা।

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2025)। কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ২ দিনের এই বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পপতিরা। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ প্রায় ৫ হাজার জন এই সম্মেলনে যোগ দেবেন। ৪০টি দেশের মধ্যে ২০টি সহযোগী দেশ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই বাণিজ্য সম্মেলন রাজ্যের শাসকদলের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

মঙ্গলবার চা চক্রে যোগ দিয়ে মমতা বলেছিলেন, '২৫ জন রাষ্ট্রদূত এখনও পর্যন্ত এসে পৌঁছেছেন। বাকিরা মধ্যরাতে আসবেন...সব মিলিয়ে ৪০টি দেশের প্রতিনিধি আসছেন। তার মধ্যে ২০টি সহযোগী দেশ। অন্তত ২০০ জন বিদেশি অতিথি সম্মেলনে অংশ নেবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলরা আসতে চান। এখানকার শিল্পপতিরা সকলে থাকবেন।'
 
বাণিজ্য সম্মেলনে অতিথিদের অভ্যর্থনা জানাবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদারা। 

অন্য দিকে, বাণিজ্য সম্মেলনে ভুটানের প্রধানমন্ত্রী আসবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, 'ভুটানের প্রধানমন্ত্রী তো আমাকে গত অক্টোবর মাসে কনফার্ম করেছিলেন তিনি আসবেন। এখন জানি না দিল্লির সঙ্গে কী আছে। আমি এখনও পর্যন্ত জানি উনি আসবেন।'

বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'এটা বাৎসরিক উৎসব হয়। একটা কোম্পানিকে ৫০ কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য। বিদেশে গিয়ে মুখ্যমন্ত্রী শালবনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানার ঘোষণা করেছিলেন। কারখানা কিছুই হয়নি। উল্টে ২০১১ সালের পর ডাবরের কারখানা বন্ধ হয়ে গিয়েছে।'

Read more!
Advertisement
Advertisement