Advertisement

Bengal Lottery Winner: ১ কোটির লটারি জেতার পরই রহস্যমৃত্যু যুবকের, প্রাক্তন তৃণমূল নেত্রী গ্রেফতার 

আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের লক্ষিয়াবাদ এলাকায় ১ কোটি টাকার লটারি জেতা এক ব্যক্তির রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কার্তিক বাউরি। মঙ্গলবার রাতে তাঁর দেহ প্রাক্তন তৃণমূল নেত্রী বেবি বাউরির বাড়ির বাইরের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় বেবি বাউরি ও অমরদীপ বাউরিকে গ্রেফতার করেছে পুলিশ।

কার্তিক বাউড়ি।-ফাইল ছবিকার্তিক বাউড়ি।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 7:17 PM IST
  • আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের লক্ষিয়াবাদ এলাকায় ১ কোটি টাকার লটারি জেতা এক ব্যক্তির রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • মৃত ব্যক্তির নাম কার্তিক বাউরি।

আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের লক্ষিয়াবাদ এলাকায় ১ কোটি টাকার লটারি জেতা এক ব্যক্তির রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কার্তিক বাউরি। মঙ্গলবার রাতে তাঁর দেহ প্রাক্তন তৃণমূল নেত্রী বেবি বাউরির বাড়ির বাইরের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় বেবি বাউরি ও অমরদীপ বাউরিকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, কার্তিক বাউরিকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল কুলটির ৬৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়াবাদ আপার পাড়ায় অবস্থিত।

কার্তিকের মা সবিতা বাউরি বরাকর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, ঘটনার দিন অমরদীপ বাউরি তার ছেলেকে বাড়িতে ডেকে পাঠান। অনেকক্ষণ পরেও ছেলের কোনও খোঁজ না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে এবং অমরদীপের বাড়ির দিক থেকে চিৎকারের শব্দ পায়। পরে তারা বাইরে সিঁড়িতে কার্তিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জড়ো হলে, বেবি বাউরি দাবি করেন, কার্তিক নাকি চুরির উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করেছিল এবং পালানোর সময় পড়ে গিয়ে মারা যায়। তবে মৃতের মা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, 'আমার ছেলে সম্প্রতি লটারিতে ১ কোটি টাকা জিতেছে, তার চুরি করার কোনও প্রয়োজনই নেই। ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।'

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বুধবার বেবি বাউরি এবং অমরদীপ বাউরিকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুই অভিযুক্ত, সন্দীপ বাউরি ও জ্যোৎস্না বাউরি, এখনও পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দুই অভিযুক্তকে বুধবারই আসানসোল আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement