
আজ, বৃহস্পতিবার থেকে অনলাইনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করা যাবে। এমনটাই জানাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল থেকেই মিলবে এই পরিষেবা। এর ফলে যাঁরা কোনও কারণে নিজের বাড়িতে উপস্থিত নেই, তাঁরা অনায়াসে অনলাইনে এসআইআর ফর্ম ফিলআপ করতে পারবেন।
আসলে ৪ নভেম্বর থেকেই রাজ্যে জোর কদমে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। তাঁরা এনুমারেশন ফর্ম দিচ্ছেন ভোটারদের। পাশাপাশি ফর্ম ফিলআপে করছেন সাহায্য। কিন্তু অনেকেই কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই অনলাইনে ফর্ম ফিলআপ শুরু করেছে ইলেকশন কমিশন।
কোথায় করা যাবে ফর্ম ফিলআপ?
এই ফর্ম পেতে খুব বেশি কসরত করতে হবে না। বরং খুব সহজে চিফ ইলেক্টোরাল অফিসারের পোর্টালে গিয়েই আপনি এনুমারেশন ফর্ম পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটটি হল https://ceowestbengal.wb.gov.in। তবে যাঁরা সাইটে যেতে চাইছেন না, তাঁরা ইলেকশন কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করুন। এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন ফর্ম ফিলআপ।
কেন দেরি হল?
৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছিল। ৮০ হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার ২৯৪টা বিধানসভা কেন্দ্রে কাজ করছেন বলে খবর। তাঁরা বাড়ি বাড়ি ফর্ম দিয়েছেন। পাশাপাশি ফর্ম ফিলআপেও করছেন সাহায্য। যদিও ৪ তারিখ থেকে শুরু করা যায়নি অনলাইন ফর্ম ফিলআপ। নির্বাচন কমিশনের দাবি, কিছু প্রযুক্তিগত ত্রুটি থাকায় এই কাজটা তখন শুরু করা সম্ভব হয়নি। মূলত, ব্যাকএন্ডে কোনও সমস্যা থাকায় এটি করা যায়নি।
তবে তখনই নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দেয় যে যত দ্রুত সম্ভব এই সার্ভিস শুরু করা হবে। আর যেমন বলা তেমন কাজ। খুব দ্রুতই শুরু করা দেওয়া হল এই পরিষেবা। এখন কেউ চাইলেই এখানেই গিয়ে ফর্ম ফিলআপ করতে পারবেন। তাদের ফিজিক্যাল ফর্ম ফিলআপ করার দরকার নেই।
কারা করতে পারবেন ফিলআপ?
ইলেকশন কমিশনের এক অফিসার বলেন, 'অনলাইন পরিষেবা শুরু হয়ে যাওয়ার পর যাঁদের ফিজিক্যাল ফর্ম পেতে সমস্যা হচ্ছে, তাঁরা অনায়াসে সেই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তারপর সেটি পূরণ করে অনলাইনেই আপলোড করে দেওয়া হবে। তাতেই কাজ শেষ।'
কেউ যদি বুঝতে না পারেন, কীভাবে ফর্ম ফিলআপ করতে হবে, তাঁদের সুবিধার্থে খুব সহজ করে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সাইটে। সেটা দেখেও যাঁরা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন, তাঁরা অনায়াসে এই ফর্ম ফিলআপ করতে পারেন। এক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়।