Advertisement

‘শওকত-শাহজাহানদের থেকে সাবধান’, সংখ্যালঘুদের বার্তা নওশাদের, TMC MLA বললেন,'বিজেপির এজেন্ট'

আজ, শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের মারধরের অভিযোগ উঠেছে। যা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য। বিষয়টিতে বিতর্কিত মন্তব্য করলেন নওসাদ সিদ্দিকি। ভাঙড়ের আইএসএফ বিধায়ক ফুরফুরায় সাংবাদিকদের বলেন, “শওকত মোল্লা- শাহজাহান শেখদের থেকে সতর্ক থাকুন সংখ্যালঘু মানুষরা। এরা নিজেদের স্বার্থে আপনাদের এগিয়ে দিচ্ছে।”

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2024,
  • अपडेटेड 6:17 PM IST
  • আজ, শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের মারধরের অভিযোগ উঠেছে। যা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য।
  • বিষয়টিতে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন নওসাদ সিদ্দিকি।

আজ, শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের মারধরের অভিযোগ উঠেছে। যা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য। বিষয়টিতে বিতর্কিত মন্তব্য করলেন নওসাদ সিদ্দিকি। ভাঙড়ের আইএসএফ বিধায়ক ফুরফুরায় সাংবাদিকদের বলেন, “শওকত মোল্লা- শাহজাহান শেখদের থেকে সতর্ক থাকুন সংখ্যালঘু মানুষরা। এরা নিজেদের স্বার্থে আপনাদের এগিয়ে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “এই নেতারা মানুষকে ভুল পথে চালিত করছে। সংখ্যালঘু মানুষরা আপনারা বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। কোনওরকমভাবেই শাহজাহান শেখ-শওকত মোল্লাদের দেখানো পথে হাঁটবেন না। শীতলকুচিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের পাশে কেউ দাঁড়ায়নি।” 

রেশন দুর্নীতি কাণ্ডে নতুন করে অভিযান শুরুর পরে শুক্রবার ভোরে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে গ্রামবাসীদের তুমুল বাধার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। অভিযোগ, গ্রামবাসীদের মারধরে জখম হয়েছেন বেশ ক'য়েকজন আধিকারিক। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর। 

বিষয়টিতে নওসাদের অভিযোগ, “সওকত মোল্লা-শাহজাহানরা পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস করেছে। আজ কেন্দ্রীয় এজেন্সির আধিকরিকদের উপর আক্রমন করল। এটা সুশাসন! গণমাধ্যম আক্রান্ত হলে দেশের গণতন্ত্র কী করে সুরক্ষিত থাকবে!”

অন্যদিকে, নওসাদকেও ছেড়ে কথা বলেননি শওকত মোল্লাও। ফোনে তিনি জানান, 'নওসাদ বিজেপির এজেন্ট। এটা বাংলার মানুষের কাছে বড় লজ্জা। সংখ্যালঘুদের কাছে সবথেকে বড় লজ্জা। ভাঙড়ে সাজ্জাদ খুন হওয়ার মূল নায়ক নওসাদ। ওর মুখ আর মুখোশ একেবারে আলাদা। ও বুঝতে পেরেছে ভাঙড়ে সুবিধে করতে পারবে না। যেকারণে ভাঙড় থেকে পাততাড়ি গুটিয়ে ডায়মণ্ড হারবারে গেছে। সেখানকার মানুষই জোগ্য জবাবটা দিয়ে দেবে। '


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement