Advertisement

Bharat Bandh LIVE: হেলমেট পরে বাস চালাচ্ছেন চালক, ভারত বন্‍‌ধের কেমন প্রভাব বাংলায়?

Bharat Bandh Live Updates: আজ দেশজুড়ে 'ভারত বনধ'-র ডাক দেওয়া হয়েছে। ২৫ কোটিরও বেশি শ্রমিক সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং কর্পোরেট-বান্ধব নীতির অভিযোগের বিরোধিতায় এই ধর্মঘট। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের একটি যৌথ প্ল্যাটফর্ম এই ধর্মঘটের ডাক দিয়েছে। কৃষক সংগঠন এবং গ্রামীণ শ্রমিক ইউনিয়নগুলিও এটিকে সমর্থন করছে। 

ভারত বনধের কারণে হেলমেট পরে বাস চালাচ্ছেন চালক-যাদবপুরে আগুন নেভাচ্ছে পুলিশভারত বনধের কারণে হেলমেট পরে বাস চালাচ্ছেন চালক-যাদবপুরে আগুন নেভাচ্ছে পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2025,
  • अपडेटेड 10:04 AM IST

Bharat Bandh Live Updates Today: আজ দেশজুড়ে 'ভারত বনধ'-র ডাক দেওয়া হয়েছে। ২৫ কোটিরও বেশি শ্রমিক সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং কর্পোরেট-বান্ধব নীতির অভিযোগের বিরোধিতায় এই ধর্মঘট। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের একটি যৌথ প্ল্যাটফর্ম এই ধর্মঘটের ডাক দিয়েছে। কৃষক সংগঠন এবং গ্রামীণ শ্রমিক ইউনিয়নগুলিও এটিকে সমর্থন করছে। 

ধর্মঘটের মূল কারণ হল সরকারের চারটি নতুন শ্রম আইন বাস্তবায়ন। ট্রেড ইউনিয়নগুলি অভিযোগ জানিয়েছে, এই আইনগুলি ধর্মঘট করা কঠিন করে তুলবে। কাজের সময় বৃদ্ধি করবে। কোম্পানির মালিকদের শাস্তি থেকে রক্ষা করবে। চাকরির নিরাপত্তা এবং ন্যায্য মজুরি বিপন্ন করবে। বেসরকারীকরণ এবং ঠিকাদার কর্মীদের ক্রমবর্ধমান ভূমিকার বিরোধী এই আইন বলে দাবি।

ধর্মঘটের ফলে ব্যাঙ্কিং, পোস্ট অফিসের পরিষেবা, পরিবহন, শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহের মতো প্রয়োজনীয় জনসেবাগুলিতে ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে। তবে অনেক বাণিজ্য সংগঠন বলছে, এই 'ভারত বনধ' জনগণের দৈনন্দিন কাজে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

আরও পড়ুন

লাইভ আপডেট

- যাদবপুরের গাঙ্গুলিবাগানে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বাম সমর্থকদের মিছিলে পুলিশের সঙ্গে বচসা। বিজেপি-তৃণমূলের সেটিং বলে ক্ষোভে ফেটে পড়লেন বাম সমর্থকেরা।

- 'ভারত বনধ'-এর সমর্থনে কেরালার কোট্টায়ামে দোকানপাট এবং শপিং মল বন্ধ রয়েছে।

- ওড়িশায় রাস্তা আটকে সাধারণ ধর্মঘট পালন সিটু সমর্থনকারীদের।

হেলমেট পরে বাস চালাচ্ছেন চালক
'ভারত বনধ' সত্ত্বেও যাদবপুরে বেসরকারি ও সরকারি বাস চলছে। যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুরক্ষার জন্য হেলমেট পরে বাস চালাতে দেখা গেল চালককে।

   

- বাঘাযতীনে সাধারণ ধর্মঘট ঘিরে বাম সমর্থক-পুলিশের বচসা।

- ডোমজুড়ে পুলিশ ও ধর্মঘটীদের সংঘর্ষ। রাস্তা ও যান চলাচল আটকাতে গেলে বাম সমর্থকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

-  'বিহার বনধ'-কে সমর্থন করে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলছে ধর্মঘট পালন।

- হলদিয়া রানিচকের স্টেশনে রেল অবরোধের চেষ্টা বাম শ্রমিক সংগঠনের। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

- সাধারণ ধর্মঘট ঘিরে অশান্তি দার্জিলিং, শিলিগুড়িতে। ১৪ জন ধর্মঘটী গ্রেফতার জলপাইগুড়িতে।

- আসানসোলেও বনধ ঘিরে উত্তেজনা। সিটি বাসস্ট্যান্ডে বাম ও তৃণমূলের শ্রমিক সংগঠনের সংঘর্ষ।

- 'ভারত বনধ'কে সমর্থন জানিয়ে বিহারের জেহানাবাদ রেলস্টেশনে রেললাইন অবরোধ করে আরজেডির ছাত্র সংগঠনের সদস্যরা।
 

Read more!
Advertisement
Advertisement