ভারত বনধ ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তে উত্তেজনার ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের বংশীহারির ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। ভারত বনধের সমর্থনে রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশের চড় খেলেন এক সিপিএম নেতা। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে।
ঠিক কী ঘটেছে?
উল্লেখ্য, ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে দেশজুড়ে আজ ভারত বনধ পালিত হচ্ছে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বনধ সমর্থনকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বংশীহারিতেও বনধ ঘিরে রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা। সেই সময়ই আইসি অসীম গোপের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা।
আইসিকে বলতে শোনা যায়, গাড়ি আটকানো চলবে না। এই সময়ই সিপিএমের বংশীহারি এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানের সঙ্গে বচসা বাধে আইসি-র। সিপিএম নেতার উদ্দেশে আইসি বলেন, 'অনেকক্ষণ আন্দোলন করছেন। এবার ছাড়তে হবে।' পাল্টা ওই সিপিএম নেতা বলেন, 'সারাদিন আন্দোলন করব।' সূত্রের খবর, সেই সময়ই আইসি বলেন, 'গরম দেখাচ্ছেন।' ওই সময়ই তর্কাতর্কি বাধে। এরপরেই সিপিএম নেতার গালে সপাটে চড় কষান আইসি। চড় মারার পর আইসি বলেন, 'ফাজলামো হচ্ছে!' গ্রেফতার করা হয়েছে ওই সিপিএম নেতাকে। কোনও 'দাদাগিরি চলবে না' বলে মন্তব্যও করেন আইসি।
পুলিশের চড় মারার ঘটনার জেরে ওই এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পুলিশের ভূমিতায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হন তাঁরা।
প্রসঙ্গত, সংবাদ সংস্থা পিটিআই-কে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কউর বলেছেন, 'সরকার আমাদের ১৭ দফা দাবি উপেক্ষা করেছে এবং গত ১০ বছরে বার্ষিক শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয়নি।' বনধকে সমর্থন জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। সরকারের 'কর্মী বিরোধী, কৃষক বিরোধী ও কর্পোরেট বান্ধব' নীতির বিরোধিতায় ভারত বনধের ডাক দিয়েছে ওই যৌথ ফোরাম।