Advertisement

Bhatpara Municipal Election 2022: ভাইপোর পর অর্জুনের ছেলেও তৃণমূলে? জ্যোতিপ্রিয়-মন্তব্যে জল্পনা

West Bengal Municipal Election 2022: বিজেপিকে ভিখারীর দল বলে কটাক্ষ জ্যোতিপ্রিয়র। তিনি বলেন,'তৃণমূল থেকে যাদের তাড়িয়ে দিচ্ছি তাদের বিজেপি নিচ্ছে।'

জ্যোতিপ্রিয় মল্লিক ও অর্জুন সিং - ফাইল ছবি। জ্যোতিপ্রিয় মল্লিক ও অর্জুন সিং - ফাইল ছবি।
দীপক দেবনাথ
  • বারাকপুর,
  • 21 Feb 2022,
  • अपडेटेड 6:21 PM IST
  • অর্জুনের ছেলেও কি তৃণমূলে?
  • জল্পনা বাড়িয়ে দিলেন জ্যোতিপ্রিয়।
  • তাঁর দাবি, অর্জুন একা থেকে যাবে।

পুরভোটের ঠিক আগে বিজেপির প্রার্থীপদ প্রত্যাহার করে অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং যোগ দিয়েছেন তৃণমূলে। ঘাসফুলে নাম লিখিয়েছেন তাঁর ভাইপোও। বড় ধাক্কা বলে স্বীকার করে নিয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ। এবার তাঁর ছেলে পবন সিংও তৃণমূলে আসতে চলেছেন বলে দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কথায়,'অর্জুন সিংয়ের সঙ্গে কেউ নেই। দু'টো কাজের লোকও তৃণমূলে চলে আসবে।' 

সোমবার জ্যোতিপ্রিয় বলেন,'ভাটপাড়া থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং আর গারুলিয়া পুরসভা থেকে ভগ্নিপতি সুনীল সিং ও ভাগ্নে। আগে নিজের ঘর সামলাক অর্জুন। অর্জুনের বাড়িতে দু'টো কাজের লোক ছাড়া আর কেউ নেই। ওই দুটো কাজের লোকও চলে যাবে। একা হয়ে যাচ্ছে। কেউ থাকবে না ওঁর সঙ্গে। আল্টিমেটলি, কাল-পরশুর মধ্যে দু'টো কাজের লোকও পার্থ ভৌমিকের কাছে চলে যাবে। গণতান্ত্রিকভাবে ভাটপাড়া পুরসভা দখল করব।' 

অর্জুনের ছেলে পবন সিংও তৃণমূলে চলে আসবেন বলেও দাবি করেন জ্য়োতিপ্রিয়। তাঁর কথায়,'২০২৪ সালে জিততে পারবে না অর্জুন। মাথা ন্যাড়া করে বাড়ি চলে যেতে হবে। ইউপি না বিহারে বাড়ি! সেখানে পালিয়ে যেতে হবে। কেউ নেই তো সঙ্গে। ভাইপো চলে গিয়েছে, ভগ্নিপতি চলে গিয়েছে। শুনলাম ছেলে নাকি চলে আসবে বলে পা বাড়াচ্ছে।' সেই সঙ্গে তাঁর কটাক্ষ, তৃণমূল থেকে যাদের তাড়িয়ে দিচ্ছি তাদের বিজেপি নিচ্ছে। বিজেপিকে ভিখারীর দল আখ্যা দিতে পারি। ওরা ভিখারির দল। অতীতেও দেখেছি যে পচা মালগুলিকে তুলে নিয়ে গিয়েছে বিজেপি। 

আরও পড়ুন

পুরভোটে তৃণমূল ভোটলুঠ করবে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। এনিয়ে তৃণমূল নেতার খোঁচা,'দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা তো দেখছি প্রত্যেকে জ্যোতিষী। এত জ্যোতিষী বিজেপিতে জানতাম না। আগে ভাবতাম বিক্ষুব্ধদের দল, এখন দেখছি ভবিষ্যদ্বাণীও করতে পারে। আমার জানা ছিল না। ১০৮ পুরসভাতে গোহারা হারবে। দিল্লি নেতারা চাটি মেরে বের করে দেবে।' জ্যোতিপ্রিয়র মন্তব্যের প্রেক্ষিতে অর্জুন সিং বা বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement