Advertisement

Rahul Gandhi in Bengal: বীরভূমেও 'ন্যায় যাত্রা'র অনুমতিতে 'না', রাহুলের লাঞ্চে এলাহি মেনু জেলা কংগ্রেসের

বাংলায় আবার 'বাধা'র মুখে পড়তে পারে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। কংগ্রেসের এই কর্মসূচির অনুমতি দিল না বীরভূম জেলা পুলিশ। শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে। সেই কারণেই রাহুলের পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি বলে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর। তবে পুলিশের অনুমতি ছাড়াই তৃণমূলের অনুব্রত মণ্ডলের গড়ে 'শান্তিপূর্ণ ভাবে' যাত্রা করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

রাহুলের লাঞ্চে থাকছে বিশেষ পদ।
Aajtak Bangla
  • বীরভূম,
  • 02 Feb 2024,
  • अपडेटेड 10:56 AM IST
  • রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র অনুমতি দিল না বীরভূম পুলিশ।
  • রাহুলের পদযাত্রা ঘিরে ফের উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
  • রাহুলের লাঞ্চে থাকছে বিশেষ পদ।

বাংলায় আবার 'বাধা'র মুখে পড়তে পারে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। কংগ্রেসের এই কর্মসূচির অনুমতি দিল না বীরভূম জেলা পুলিশ। শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে। সেই কারণেই রাহুলের পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি বলে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর। তবে পুলিশের অনুমতি ছাড়াই তৃণমূলের অনুব্রত মণ্ডলের গড়ে 'শান্তিপূর্ণ ভাবে' যাত্রা করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। অনুমতি ছাড়া রাহুলের পদযাত্রা ঘিরে ফের উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি বিহার হয়ে বাংলায় ঢোকার পথে রাহুলের গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগ উঠেছিল। যা ঘিরে সরগরম হয়েছিল রাজনীতির ময়দান। 

কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রসিদ বলেন, 'মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা আমরা করব না। রাহুল গান্ধীজির দফতর অনুমতির বিষয়গুলি দেখছে। আর পুলিশ তৃণমূলের কোনও কর্মসূচি ছাড়া বাকি কোনও দলের কর্মসূচিতে অনুমতি দেয় না৷ তবে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা করব।'

মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদের পর এবার বীরভূমে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল। তারাপীঠ থেকে রাজগ্রাম পর্যন্ত প্রায় ৫৫ কিমি রাস্তাজুড়ে যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই ন্যায় যাত্রা করছেন রাহুল এবং অধীর চৌধুরী। অনুমতি যে দেওয়া হয়নি তা লিখিত ভাবে কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার। মালদা ও শিলিগুড়ির যাত্রাতেও প্রশাসনিক অনুমতি ছিল না৷ 

বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, 'কংগ্রেসের কোনও কর্মসূচির অনুমতি আমরা দিইনি। লিখিত ভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।'


অন্য দিকে, বীরভূম সফরে রাহুলের পাতে থাকচে সিউড়ির প্রসিদ্ধ আচার ও মোরব্বা৷ সিউড়ির একটি দোকান থেকে কেনা হয়েছে শতমূলের মোরব্বা৷ এই প্রসঙ্গে মিল্টন জানিয়েছেন,  রাহুলের খাবারের তালিকায় থাকছে সাদা ভাত, সবুজ স্যালাড, ভেজ ডাল, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, মিক্সড ভেজ, দুই রকম দই, নলেন গুড়ের রসগোল্লা, গাজরের হালুয়া। এছাড়া থাকছে শতমূলের মোরব্বা এবং সিউড়ির প্রসিদ্ধ আচার৷ মিল্টনের কথায়, 'আমাদের জেলায় আসছেন জননেতা রাহুল গান্ধী এবং অধীর চৌধুরী৷ তাঁদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। সিউড়ির প্রসিদ্ধ আচার এবং মোরব্বা দেওয়া হবে৷ আমরা খুশি যে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচিতে বীরভূম জেলাকে রাখা হয়েছে।'
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement