Advertisement

Birbhum: রামপুরহাটে ২০ দিন পর নিখোঁজ নাবালিকার দেহ মিলল জলাজমিতে, গ্রেফতার বিজ্ঞানের স্যর

বীরভূমের রামপুরহাটে স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে তীব্র শোরগোল। নিখোঁজ হওয়ার প্রায় কুড়ি দিন পর জলাভূমি থেকে উদ্ধার হল সপ্তম শ্রেণির এক ছাত্রীর পচাগলা দেহ। মৃতা নাবালিকা রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামের বাসিন্দা এবং শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের ছাত্রী।

রাজেশ সাহা
  • কলকাতা ,
  • 17 Sep 2025,
  • अपडेटेड 12:47 PM IST
  • বীরভূমের রামপুরহাটে স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে তীব্র শোরগোল।
  • নিখোঁজ হওয়ার প্রায় কুড়ি দিন পর জলাভূমি থেকে উদ্ধার হল সপ্তম শ্রেণির এক ছাত্রীর পচাগলা দেহ।

বীরভূমের রামপুরহাটে স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে তীব্র শোরগোল। নিখোঁজ হওয়ার প্রায় কুড়ি দিন পর জলাভূমি থেকে উদ্ধার হল সপ্তম শ্রেণির এক ছাত্রীর পচাগলা দেহ। মৃতা নাবালিকা রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামের বাসিন্দা এবং শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের ছাত্রী।

ঘটনায় গ্রেফতার স্কুলশিক্ষক
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজকুমার পালকে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ধৃত শিক্ষককে জেরা করেই কালীডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়।

কীভাবে নিখোঁজ হয় ছাত্রী?
পরিবারের অভিযোগ, গত ২৮ অগাস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপর আর ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর মেয়ের হদিস না মেলায় পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

পরে পরিবারের কাছে খবর আসে যে মনোজকুমার পালই মেয়েটিকে অপহরণ করেছে। এরপরেই থানায় অপহরণ ও খুনের অভিযোগ দায়ের করা হয় শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে এবং হেফাজতে নেয়।

কান্নায় ভেঙে পড়ল পরিবার
অবশেষে দেহ উদ্ধার হওয়ার পর গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ অনিশ্চয়তার অবসান হলেও মেয়ের মৃত্যু তাঁদের স্তম্ভিত করে দিয়েছে। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

পুলিশের তদন্ত
পুলিশ জানিয়েছে, কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত শিক্ষককে ফের জেরা করে আসল কারণ জানার চেষ্টা চলছে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement