
রাজ্য়জুড়ে SIR প্রক্রিয়া চলছে। এনুমারেশন ফর্ম ফিলআপে সহায়তা করতে জেলায় জেলায় ক্যাম্প তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে ফর্ম পূরণের ক্যাম্পে যান সাংসদ শতাব্দী রায়। তাঁর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠী। তাঁর সামনেই চলল চড়-কিল-ঘুষি।
সিউড়ির ক্যাম্পে সাংসদ শতাব্দী রায় সামনে আসতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। জুতো ছোড়াছুড়ি হয়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সাংসদের দাবি, অশান্তি হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে।
ঠিক কী কারণে বিবাদ শুরু হল? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের গাংটে গ্রামের ক্যাম্পে SIR নিয়ে আলোচনা সভা ছিল। অভিযোগ সেখানে তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এরপর উত্তেজনা ছড়ায়।
তৃণমূলেরই দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সাংসদ শতাব্দী অভিযুক্ত বলরাম বাগদিকে গাড়িতে তুলে নেন। এরপর একটি গোষ্ঠী লাঠি, বাঁশ নিয়ে ছুটে যায়। জুতো ছোড়া হলে তা সাংসদের গাড়িতে গিয়ে পড়ে। এই ঘটনায় বিজেপি ও সিপিএমকে দায়ী করেন সাংসদ।
প্রসঙ্গত, সিউড়ির ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরেই দ্বন্দ্ব চলছে। জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলাম, আর অঞ্চল সভাপতি বলরাম বাগদি যিনি ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা। দুই শিবির প্রাযশই দ্বন্দ্বে জড়ায়।