বীরভূমের সিউড়িতে শনিবার এক পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়ে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। এই বিয়ের রাজকীয় আয়োজন এবং বিপুল অর্থব্যয়ে কৌতূহল ও বিতর্কের ঝড় উঠেছে। অনুষ্ঠান ঘিরে শুধু সাধারণ মানুষেরই নয়, রাজনীতিকদের মধ্যেও শুরু হয়েছে চাপানউতোর। বিশেষ করে, বিয়ের জন্য অর্থের উৎস নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে বিরোধীরা।
বলিউড-টলিউড সেলিব্রিটি এবং অভিজাত আয়োজন
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা আরবাজ খান, অভিনেত্রী জারিন খান এবং গায়িকা মোনালি ঠাকুর। মোনালি নিজেই বিয়ের আসরে গান পরিবেশন করেন। এছাড়া বাংলা সিনেমার তারকা অঙ্কুশ হাজরা, দর্শনা বনিক এবং সুমিত গাঙ্গুলিও ছিলেন অতিথি তালিকায়। অনুষ্ঠানের ভেন্যুটি সাজানো হয়েছিল রাজস্থানের উদয়পুরের তাজ লেক প্যালেস হোটেলের প্রতিরূপে, যা এদিন সিউড়ির জমিনে যেন এক রাজকীয় পরিবেশ তৈরি করেছিল। অতিথিদের থাকা-খাওয়ার জন্য সিউড়ি এবং আশপাশের প্রায় সব হোটেলই বুক করা ছিল।
রাজনৈতিক বিতর্ক এবং প্রশ্নের ঝড়
এই জমকালো বিয়ে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিয়ের তহবিলের উৎস। পাত্রের বাবা এক চাল ব্যবসায়ী, যিনি রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আগে গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে, কনে-পক্ষের বাবা টুলু মন্ডল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী বলে অভিযোগ।
বিজেপির বীরভূম নেতা ধ্রুবা সাহা বলেছেন, "এত বড় আয়োজনের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তার উৎস কী? এত উচ্চ-প্রোফাইল অতিথিদের কীভাবে নিয়ে আসা হলো, তা নিয়েও সন্দেহ রয়েছে। টুলু মন্ডলের অতীত কর্মকাণ্ড এবং তার তৃণমূলের সঙ্গে সংযোগ অবশ্যই তদন্ত হওয়া উচিত।"
সিপিআই(এম)-এর জেলা সম্পাদক গৌতম ঘোষও প্রশ্ন তোলেন, "এই বিশাল খরচের অর্থ কীভাবে এল? প্রশাসন এবং পুলিশের উচিত এর সঠিক তদন্ত করা।"
ব্যবসায়ীর পক্ষে প্রতিক্রিয়া
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্যবসায়ী টুলু মন্ডল তার আয়ের উৎস সম্পর্কে কোনও ব্যাখ্যা দেননি।
বিরোধীদের দাবি তদন্তের
বিজেপি এবং বামফ্রন্ট উভয়েই এই ঘটনাকে "অবৈধ অর্থব্যয়ের উদাহরণ" বলে উল্লেখ করেছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার মাধ্যমে এর সম্পূর্ণ তদন্তের দাবি তুলেছে।
বিবাহের আলোয় বিতর্কের ছায়া
বীরভূমের এই জমকালো বিয়ে এবং তাকে ঘিরে বিতর্ক এখন রাজ্যের অন্যতম আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জমকালো আয়োজন যেমন নজর কেড়েছে, তেমনি তার আর্থিক উৎস ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন, যা আগামী দিনেও বিতর্কের কেন্দ্রে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।