বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিক্ষেত্র খুঁড়ে গারবেজ ট্যাঙ্ক তৈরির অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, রাজ্যের শাসক দল তৃণমূলের নির্দেশেই এই নির্মাণকাজ শুরু হয়েছে, যা সনাতনী ধর্মের ভাবাবেগে সরাসরি আঘাত হানছে। ইতিমধ্যেই বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কড়া ভাষায় রাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
বৈষ্ণব সমাধি সরিয়ে নির্মাণকাজের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, বৈষ্ণব সম্প্রদায়ের বহু পুরনো সমাধিস্থল ধ্বংস করে সেখানে গারবেজ ট্যাং নির্মাণের কাজ শুরু হয়েছে। যদিও কলকাতা হাইকোর্টে দাখিল করা রিট পিটিশন নম্বর ৫৭৬৪ অনুযায়ী, বিপ্লব চ্যাটার্জি বনাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলায় স্পষ্ট বলা হয়েছে, ওই অঞ্চলে শ্মশান বহির্ভূত কোনও কাজ করা যাবে না। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই নির্মাণকাজ চলছে বলে অভিযোগ।
BJP-র প্রতিবাদ ও হুঁশিয়ারি
এই ঘটনায় বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘‘এই কাজ যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তবে বিজেপি আইনি পথে হাঁটবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে।’’
TMC-র বিরুদ্ধে অভিযোগের তীর
বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের নীরব সমর্থনেই ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হচ্ছে। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির প্রতিবাদ এবং আন্দোলনের ঘোষণা ঘিরে বিষয়টি রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দু সমাজের বৃহত্তর প্রতিরোধের প্রস্তুতি
স্থানীয় হিন্দু সনাতনী সমাজের মানুষও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। তাঁদের দাবি, ‘‘বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিক্ষেত্র কখনোই নষ্ট করা যাবে না। এটি আমাদের ধর্মীয় ঐতিহ্যের ওপর আঘাত।’’
সংবাদদাতা- শান্তনু হাজরা