Advertisement

Dilip Ghosh: ‘২০২১ সাল থেকে আমার গুরুত্ব কমানো শুরু’, দিল্লির পথে কাকে ইঙ্গিত দিলীপের? 

নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের ঠিক পরদিনই ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি না বললেও তাঁর মন্তব্যের তির যে প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই, তা রাজনৈতিক মহলে স্পষ্ট।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2025,
  • अपडेटेड 5:00 PM IST
  • নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের ঠিক পরদিনই ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
  • সরাসরি না বললেও তাঁর মন্তব্যের তির যে প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই, তা রাজনৈতিক মহলে স্পষ্ট।

নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের ঠিক পরদিনই ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সরাসরি না বললেও তাঁর মন্তব্যের তির যে প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই, তা রাজনৈতিক মহলে স্পষ্ট। দিলীপ সংবাদমাধ্যমকে বলেন, 'যখন মনে হয়েছে পার্টি গুরুত্ব দিচ্ছে না, তখন সরে গিয়েছি। ২০২১ সাল থেকে গুরুত্ব কমানো শুরু হয়েছে। আমার সময়ে কেউ বলতে পারবেন না যে বঞ্চিত হয়েছেন।'

দিল্লি যাওয়ার আগে মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, 'পুরনোদের গুরুত্ব থাকা উচিত। তাঁরা রক্ত-ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছে। অনেক ত্যাগ করেছে। কিন্তু যখন দল ক্ষমতার কাছাকাছি আসে, তখন নানা লোক আসে—সবাই আদর্শ নিয়ে আসে না, নানা উদ্দেশ্য থাকে। এখন পরিবেশটা পজেটিভ হতে হবে। আমি ধীরে ধীরে নতুনদের জায়গা করে দিয়ে পুরনোদের সঙ্গে থাকছি।'

তাঁর মন্তব্যে নতুন করে দলে 'আদি বনাম নব্য' দ্বন্দ্বের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। তিনি স্পষ্ট জানান, 'আমাকে ডাকা হলে যাব, না হলে দূর থেকেই পার্টির সেবা করব।'

এদিকে তৃণমূলও সুযোগ ছাড়ছে না। একদা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, 'আদি-নব্যর সংঘাত যে রয়েছে, তা ওরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ২০২১-র নির্বাচনের পরে সুকান্তকে সভাপতি করেই দিলীপ ঘোষকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। রাজ্য অফিস বা মিটিং, কোথাও ডাকা হত না তাঁকে। শুভেন্দু অধিকারীকেও তখন থেকেই গুরুত্ব দেওয়া শুরু হয়।'

 

Read more!
Advertisement
Advertisement