Advertisement

Dilip Ghosh: নির্বাচনে কোন আসন থেকে দাঁড়াবেন? শমীকের সঙ্গে বৈঠকের পরই জানিয়ে দিলেন দিলীপ

দীর্ঘদিন দলের থেকে দূরত্বে থাকা দিলীপ ঘোষের ফের গুরুত্ব বাড়ছে। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই তাঁকে ঘিরে নানারকম জল্পনা। তবে কি বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন দিলীপ? ফের খড়গপুর থেকে লড়বেন তিনি? বৃহস্পতিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় দিলীপের। এরপরই সাংবাদিক সম্মেলনে জল্পনা প্রসঙ্গে উত্তর দিলেন বিজেপি নেতা। 

দিলীপ ঘোষদিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 5:05 PM IST

দীর্ঘদিন দলের থেকে দূরত্বে থাকা দিলীপ ঘোষের ফের গুরুত্ব বাড়ছে। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই তাঁকে ঘিরে নানারকম জল্পনা। তবে কি বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন দিলীপ? ফের খড়গপুর থেকে লড়বেন তিনি? বৃহস্পতিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় দিলীপের। এরপরই সাংবাদিক সম্মেলনে জল্পনা প্রসঙ্গে উত্তর দিলেন বিজেপি নেতা। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ এদিন বলেন, "আমি সবসময় আছি। পার্টির যখন প্রয়োজন আছে, তখন আমি আছি।" তবে কি এবার নির্বাচনের ময়দানেও তাঁকে দেখা যাবে? তিনি বলেন, "যদি প্রার্থী করেন আমি আছি। আগেও তিনবার হয়েছি। দল বললেই প্রার্থী হব।" জানুয়ারি থেকেই তাঁকে ভোটের সভা, প্রচারে দেখা যাবে বলে জানান। 

খড়গপুর থেকেই প্রার্থী হবেন দিলীপ? তিনি জানান, "আমি রাজ্য সভাপতিকে বলেছি, আমি আপনার জন্য সবসময় থাকব।" 

বিজেপিতে আদি ও নব্যের দ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপের বক্তব্য, "বিজেপিতে অনেকে এসেছেন, তবে আদি-নব্য দ্বন্দ্ব নেই। পার্টি চলবে, লোকও আসতে থাকবে। বাংলায় অনেক বেশি হয়। নতুন লোক এলে পার্টির কার্যপদ্ধতি শিখতে হয়। তাদের সব শিখে ধীরে ধীরে এগোতে হয়। দ্বন্দ্ব সেরকম নেই।"  বলেন, দলের দায়িত্ব বধে আদর্শের সঙ্গে মিলে কাজ করা উচিত নেতা-কর্মীদের। রাজনীতিতে মারপ্যাঁচ হবে, তাই লবিও থাকবে।

তিনি আরও বলেন, "গত নির্বাচনে ভোটের ফল ভালো হয়নি। অনেকেই ভাবছেন বিজেপির কী হয়ে গেল। পরিস্থিতির কারণে এরকম হয়। এখন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিজেপি আছে। জেতার অভিজ্ঞতা আছে। সেই কেন্দ্রীয় নেতারা এখানেও পরিচালনা করবেন। লড়াই অন্য আঙ্গিকে হবে।"

তৃণমূলে যাওয়া নিয়ে যে জল্পনা চলছিল সে প্রসঙ্গে দিলীপ বলেন, "নতুন কিছু কল্পনা করে বলুন।"

এদিন শুভেন্দু প্রসঙ্গে দিলীপের মন্তব্য, "সবাই ডাকলেই যাব। সুকান্তদাও আছেন। একজায়গায় চারজন সভা করলে তো শেষ হবে না। সবাইকে আলাদা করে সভা করতে হবে।" সবশেষে তাঁর বার্তা, যেমন যুদ্ধ হবে, তেমনই তার হাতিয়ার।

Advertisement

Read more!
Advertisement
Advertisement