বিজেপির রাজ্য রাজনীতিতে নতুন সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণার পরই দলের অভ্যন্তরীণ সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে কার্যত ব্যাকফুটে ঠেলে আবার আলোচনার কেন্দ্রে এলেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গেই এবার নাম না করে বিজেপির ভাঙনের ছবি তুলে ধরলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি বলেন, 'দিলীপ ঘোষকে সুকান্ত-শুভেন্দুরা কোণঠাসা করছিল। যাঁরা দলবদল করে বিজেপিতে এসেছিলেন, তাঁরাই দলকে হাইজ্যাক করছিলেন। এখন শমীক ভট্টাচার্য সভাপতি হয়েছেন। দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না। আমি আবার ফিরে এলাম।'
কুণালের মতে, বিজেপির বর্তমান পরিস্থিতি আসলে একটি রাজনৈতিক ‘কমেডি শো’। তাঁর কথায়, 'এই কমেডি শো-টার সঙ্গে বাংলার রাজনীতির কোনও সম্পর্ক নেই। মানুষ তৃণমূলের পক্ষেই থাকবেন, বিজেপিকে পরিহার করবেন। তবে বিজেপির এই অবস্থা আমাদের পক্ষে খুবই বিনোদনমূলক।'
রাজ্য রাজনীতির নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও দিলীপ ঘোষের সাংগঠনিক প্রভাব এখনও যে যথেষ্ট, তা শমীকের নিয়োগের পর ফের প্রমাণিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে দলীয় ঐক্য কিংবা নেতৃত্বের দ্বন্দ্ব, সেসব মিটিয়ে আদতে বিজেপি কতটা শক্ত জমি তৈরি করতে পারে, এখন নজর সেই দিকেই। তবে কুণালের দাবি, তৃণমূল সেসবে গুরুত্ব দিচ্ছে না, বরং বিজেপিকে নিজেদের ভাঙনের ভারে ধ্বংসের পথেই এগোতে দেখছে।