Advertisement

Abhijit Gangopadhyay: 'আমাদেরই কয়েকজন নেতা...' হলদিয়ায় অভিজিতের মন্তব্যে BJP-র কোন্দল প্রকাশ্যে

হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের (BMS) সমাবেশ ঘিরে প্রকাশ্যে এল বিজেপির অন্দরের কোন্দল। অভিযোগ বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে এই সমাবেশে আমন্ত্রণই জানানো হয়নি। তার উপর সেই সমাবেশে এসেই বিধায়ককে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়।অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Aajtak Bangla
  • হলদিয়া,
  • 17 Feb 2025,
  • अपडेटेड 12:34 PM IST

হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের (BMS) সমাবেশ ঘিরে প্রকাশ্যে এল বিজেপির অন্দরের কোন্দল। অভিযোগ বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে এই সমাবেশে আমন্ত্রণই জানানো হয়নি। তার উপর সেই সমাবেশে এসেই বিধায়ককে কটাক্ষ করলেন বিজেপি(BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়(MP Abhijit Ganguly)। ফলে কার্যত MLA vs. MP পরিস্থিতি তৈরি হল মজদুর সঙ্ঘের মঞ্চে। এই বিএমস বা ভারতীয় মজদুর সঙ্ঘ আসলে RSS-এর শ্রমিক সংগঠন। 

বিধায়ককে বাদ দিয়ে সমাবেশ?
রবিবার হলদিয়ার(Haldia News) বিবি ঘোষ অডিটোরিয়ামে বিএমএস-এর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আমন্ত্রণপত্রে নাম ছিল দুই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারীর। প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও আমন্ত্রিত ছিলেন। অভিযোগ, এঁরা থাকলেও আমন্ত্রণ পাননি হলদিয়ার বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি তাপসী মণ্ডল।

সাংসদের মন্তব্য ঘিরে বিতর্ক
এদিনের সভায় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিএমএসের ওপর নির্ভরশীল শ্রমিকদের ভেঙে বিজেএমসি-তে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমাদেরই দলের দু-একজন নেতাস্তরের লোকের উদ্যোগে। আমি বলেছি, আপনারা প্রতারিত হবেন না। ওটা প্রতারণামূলক সংগঠন।’

বিধায়কের পাল্টা জবাব
বিধায়ক তাপসী মণ্ডল এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘হলদিয়া সম্পর্কে সাংসদ কিছুই জানেন না। উনি নতুন এসেছেন, আস্তে আস্তে জানবেন। বিধায়ক হিসাবে আমি কখনও কোনও শ্রমিক সংগঠন করিনি।’

তৃণমূলের কটাক্ষ
বিজেপির এই অন্দরের সংঘাত নিয়ে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। তমলুক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন, ‘হলদিয়ায় টাকা লুঠের প্রতিযোগিতা চলছে, কে কত লুঠ করতে পারে, তা নিয়েই ওরা ঝাঁপিয়ে পড়েছে।’

হলদিয়ায় বিজেপির অন্দরের এই বিভাজন আরও কতদূর গড়ায়, তা সময়ই বলবে।

Read more!
Advertisement
Advertisement