Advertisement

BJP SIR Helpline: বঙ্গে SIR রাজনীতি তুঙ্গে, হেল্পলাইন নম্বর চালু করল BJP, জানালেন শুভেন্দু

তৃণমূলের অভিযোগ বিজেপির প্ররোচনায় বাংলায় SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে। যদিও সেই দাবি প্রথম থেকেই মানেনি রাজ্যের প্রধান বিরোধী দল। আর এ বার তারা মানুষের পাশে থাকতে চালু করল একটি হেল্পলাইন নম্বর। রাজ্যস্তরের সেই হেল্পলাইন নম্বরের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি SIR Helplineবিজেপি SIR Helpline
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 2:19 PM IST
  • SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে
  • এ বার তারা মানুষের পাশে থাকতে চালু করল একটি হেল্পলাইন নম্বর
  • সেই হেল্পলাইন নম্বরের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তৃণমূলের অভিযোগ বিজেপির প্ররোচনায় বাংলায় SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে। যদিও সেই দাবি প্রথম থেকেই মানেনি রাজ্যের প্রধান বিরোধী দল। আর এ বার তারা মানুষের পাশে থাকতে চালু করল একটি হেল্পলাইন নম্বর। রাজ্যস্তরের সেই হেল্পলাইন নম্বরের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হচ্ছে। মাঝ রাতে তো পাবেন না। ওয়ার্কিং আওয়ারে আপনারা যোগাযোগ করতে পারেন। নম্বরটা হচ্ছে ০৮০৬৫৯০৭৪৫৪। এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নম্বর। আমরা আগামি দুই দিনের মধ্যে জেলা লেভেলের হেল্পলাইন করে দেব। এক বিন্দু ছাড়ার কোনও জায়গা নেই।'

অর্থাৎ বার্তা স্পষ্ট। তৃণমূলের যতই অভিযোগ থাকুক না কেন, আদতে বিজেপি মানুষের পাশেই রয়েছে। সেই জন্যই মানুষকে সাহায্য করতে করা হল হেল্পলাইন নম্বর। আগামিদিনে জেলা স্তরেও হেলপলাইন নম্বর দেওয়া হবে বলে জানালেন তিনি।

তৃণমূলের মিছিল নিয়েও কটাক্ষ

আজ SIR বিরোধী মিছিল করছে তৃণমূল। সেই মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রথম সারির সব নেতারাই। কলকাতায় এই মিছিল ২টো দিয়ে শুরু হবে। আর এই মিছিলের দিকেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। তিনি এই মিছিলকে সরাসরি জামাতিদের মিছিল বলে তোপ দাগেন।

তিনি বলেন, 'আর আজ যে মিছিলটা হচ্ছে, আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যাঁরা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যাঁরা জ্ঞানেশ কুমার সিইসি-এর বাপ তুলছে, যাঁরা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব, সেই সাংবিধানিক বডিকে যাঁরা আক্রমণ করছে, ভয় দেখাচ্ছে, তাঁরা আজ আম্বেদকের মূর্তির সামনে থেকে মিছিল করছে। যাঁরা চাঁচলে একদল লুম্পেনের সাহায্যে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, তাঁরা জোড়াসাঁকোতে এসে মিছিল শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম। আপনি খোঁজ নিন যত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসুন। এটা জামাতিদের মিছিল।'

Advertisement

ও দিকে আজ বিজেপিরও মিছিল রয়েছে

মঙ্গলবার বিজেপির জোড়া মিছিল আটকাতে মরিয়া রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে এ দিন। তার শুনানি রয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। আজ বেলা ৩টের সময় রয়েছে মামলার শুনানি।

ও দিকে সিঙ্গল বেঞ্চ জানায়, বিকেল ৩টে থেকে সন্ধে ৫টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। কোনও বাধা নেই মিছিলে। তবে মিছিল করতে হবে ১০০০ লোক নিয়ে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবে শুভেন্দু অধিকারী। পাশাপাশি পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Read more!
Advertisement
Advertisement