Advertisement

Arjun Singh: ব্রাত্য বসুকে 'পেটাতে' চাইলেন BJP-র অর্জুন, কেন? তীব্র বিতর্ক

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে 'পেটানোর' নিদান দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। ধর্মতলায় সেনাবাহিনীর তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে চরম বিতর্ক হয়। মঙ্গলবার বিধানসভায় এ প্রসঙ্গ উঠলে পাকিস্তানের সেনার কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মন্তব্যের প্রেক্ষিতে ব্রাত্যকে টার্গেট করেন অর্জুন।

অর্জুন সিং-ব্রাত্য বসুঅর্জুন সিং-ব্রাত্য বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2025,
  • अपडेटेड 5:05 PM IST

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে 'পেটানোর' নিদান দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। ধর্মতলায় সেনাবাহিনীর তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে চরম বিতর্ক হয়। মঙ্গলবার বিধানসভায় এ প্রসঙ্গ উঠলে পাকিস্তানের সেনার কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মন্তব্যের প্রেক্ষিতে ব্রাত্যকে টার্গেট করেন অর্জুন।

ব্রাত্য বলেন, ‘‘গতকাল (সোমবার) যখন সেনাবাহিনী আমাদের আন্দোলন মঞ্চ ভেঙে দিল, তখন মনে পড়ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা শহরে পাক সেনাবাহিনীর গুলি করে হত্যার ঘটনার কথা।’’ এ প্রসঙ্গে অর্জুনের দাবি, পাক সেনার সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেছেন করা অপমানজনক। তারপরই ব্রাত্যকে 'পেটানো'-র নিদান নেন বিজেপি নেতা।

সংবাদমাধ্যমে অর্জুন দাবি করেন, ''রাজ্যের একজন মন্ত্রী কীভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করে? আমি বিধানসভায় ছিলাম না বলে। ব্রাত্য বসুকে পেটানো দরকার ছিল।'' 

বিজেপির টার্গেটের পরও নিজের কথাতেই অনড় ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট জানান, যা হয়েছে তা ভুলে যাওয়া যায় না। ইতিহাসকে মুছে দেওয়া যায় না। তাঁর দাবি, তিনি পাকিস্তান সেনাকে অপমান করেছেন, আবার এই প্রসঙ্গে উঠলে এটাই বলবেন।

গতকাল বিধানসভায় পাকিস্তান সেনাকে নিয়ে করা ব্রাত্যের এই মন্তব্যের পরেই বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়। ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে, এমন দাবি তুলে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। নেতৃত্বে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে তাঁকে সাসপেন্ড করা হয়।

Read more!
Advertisement
Advertisement