Advertisement

Arjun Singh: 'বাংলায় যে কোনও বড় ঘটনা ঘটাবে ISI', আশঙ্কা বিজেপির অর্জুনের

পশ্চিমবঙ্গে বড়সড় বিস্ফোরণের ছক ছিল ISI-এর। এই দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর মতে পশ্চিমবঙ্গ নাকি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটাতে পারে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। 

অর্জুন সিং।অর্জুন সিং।
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা ,
  • 21 May 2025,
  • अपडेटेड 11:17 AM IST
  • পশ্চিমবঙ্গে বড়সড় বিস্ফোরণের ছক ছিল ISI-এর।
  • এই দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং।
  • তাঁর মতে পশ্চিমবঙ্গ নাকি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গে বড়সড় বিস্ফোরণের ছক ছিল ISI-এর। এই দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর মতে পশ্চিমবঙ্গ নাকি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটাতে পারে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। 

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে আবাসনের ফাঁকা ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেই ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলরকে। ধৃত কাউন্সিলরের নাম মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। এবার সেই বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন। টিটাগরে বিস্ফোরণের ঘটনায় মুখ খুলে প্রধান অভিযুক্ত আরমানকে নিশানা করলেন অর্জুন। তাঁর দাবি, আরমানের বিরুদ্ধে ৩২টা মামলা রয়েছে। আরমান ৪ বার জেল খেটেছেন বলেও দাবি অর্জুনের। তাঁর আশঙ্কা, যে কোনও মুহূর্তে যে কোনও বড় ঘটনা এখানে আইএসআই ঘটাতে পারে। 


অন্যদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার বিষয়েও মন্তব্য করেন অর্জুন। তিনি প্রশ্ন তোলেন, জ্যোতি ব্যারাকপুরে কেন আসবেন? ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে ওকে এসে খেতে হবে কেন? বিরিয়ানি কি আর কোনও জায়গায় পাওয়া যায় না? এটা একটা বাহানা। ক্যান্টনমেন্ট এয়ারবেস আছে, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আছে, সবটাই ব্যারাকপুরের মধ্যে আছে। এইগুলোর ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গিয়েছে। একইসঙ্গে পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন সিং।


রিপোর্টারঃ দীপক দেবনাথ
 

Read more!
Advertisement
Advertisement