
BJP Leader Death: হোটেলের ঘরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। শনিবার সকালে নদিয়ার কল্যাণীর একটি হোটেলের ঘরে দেহ মেলে। হুগলির ওই বিজেপি নেতার নাম সুদীপ ঘোষ (৩৭)। তিনি হুগলিরই একটি ব্লকের মণ্ডল সভাপতি ছিলেন বলে জানা যায়। সকালে হোটেলের এক কর্মচারী তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন। ঘটনর তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
সূত্রের খবর, দিন তিনেক ধরে কল্যাণীর বুদ্ধপার্কের হাই রোডের কাছে একটি বেসরকারি হোটেলে ছিলেন তিনি। সেই হোটেলের ঘরেই তাঁর দেহ মেলে। পরিবার সূত্রে খবর, গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুদীপের দেহ মেলে। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও পরিবারের দাবি, সুদীপ আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে। রাজনীতির কারণে খুন বলে তাঁদের অভিযোগ।
উল্লেখ্য, এবারের পঞ্চায়েত ভোটে গুরবাড়ি পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন তিনি। সুদীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু তা তদন্তের রিপোর্ট দেখেই বলবে পুলিশ।
সুদীপের স্ত্রী অঞ্জলি ঘোষের অভিযোগ, তাঁর স্বামী জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। স্বামীকে রাজনীতি ছাড়তেও বলেন অঞ্জলি। এরই মধ্যে পরিবারে নেমে এল শোকের ছায়া।
প্রাক ও পরবর্তী পঞ্চায়েত নির্বাচনী হিংসায় সব দলেরই বহু সংখ্যক মানুষ প্রাণের বলি হন। এই ব্যক্তিও রাজনাতিক হিংসার স্বীকার কিনা খতিয়ে দেখছে পুলিশ।