Advertisement

West Bengal Election 2026: 'পুলিশের হাত পা ভেঙে ল্যাংড়া করে দেওয়া হবে,' ছাব্বিশের আগে BJP বিধায়কের হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে পুলিশের হাত পা ভেঙে ল্যাংড়া করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ঘাটালের BJP বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, 'পুলিশ তৃণমূলকে আর বাঁচাতে পারবে না।' তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

শীতল কপাট শীতল কপাট
Aajtak Bangla
  • ঘাটাল ,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 7:04 PM IST
  • 'পুলিশের হাত পা ভেঙে ল্যাংড়া করে দেওয়া হবে'
  • ছাব্বিশের আগে BJP বিধায়কের হুঁশিয়ারি
  • এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে

'সমস্ত ওসির একটা হাত আর একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মত ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু তৃণমূলকে ওরা বাঁচাতে যাবে না।' পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে পরিবর্তন সভার প্রকাশ্য মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে ঘাটালের BJP বিধায়ক শীতল কপাট। 

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে  প্রশাসনিক আধিকারিকদের তীব্র হুঁশিয়ারি দিতে গিয়ে এমন ভাষাতেই সুর চড়ান শীতল কপাট। যা নিয়ে শুরু হয়েছে তরজা। তিনি বলেন, 'আমরা যারা দেবদেবীর পুজো করি, আমরা যারা সনাতনী হিন্দু দুর্গাপুজোর ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত এক একদিন এক একরকমের বাজনা বাজে। আর দশমীর দিনে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন বাজে। তেমনই এই তৃণমূল কংগ্রেসেরও বিসর্জন হয়ে যাবে।' 

শীতল কপাট আরও বলেন, '২০২১-এ রিগিং করে, ছাপ্পা দিয়ে, পিকের টিমকে কাজে লাগিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। তবে ছাব্বিশে ভয় নেই। এলাকার সর্বত্র মানুষকে আমরা অভয় দিচ্ছি। তৃণমূলের কোনও দাদা থাকবে না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা , পশ্চিম বাংলার মা বোনেরা, পশ্চিম বাংলার শিক্ষিত যুব সমাজ, পশ্চিম বাংলার কৃষক বন্ধু, অন্নদাতারা তৈরি হয়ে গিয়েছেন। এবারের নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে। যে নির্বাচনে পশ্চিম বাংলার কোনও সরকারি কর্মচারী থাকবে না। কোনও SDO থাকবে না, কোনও BDO থাকবে না। আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে। বাঁচার চেষ্টা করবে। তবুও তৃণমূলকে বাঁচাতে যাবে না।' 

আরও পড়ুন

এই বিষয়ে TMC জেলা সভাপতি অজিত মাইতি বলেন, 'BJP নেতা শীতল কপাট বলেছেন পুলিশকে মেরে হাত পা ভেঙে ল্যাংড়া করে দেবে। বাংলার মানুষ নাকি বলছে BJP ছাব্বিশে ক্ষমতায় আসবে। এসব বালখিল্ল কথাবার্তা। এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। প্রদীপ যখন নিভে যায়, তার আগে দপ করে একবার জ্বলে ওঠে। শীতলবাবুর এটা বহিঃপ্রকাশ নয় তো? পুলিশকে দুর্বল ভাবলেন কী করে, পুলিশ চুপচাপ বসে বসে দেখবে আর ওঁর দিকে রসগোল্লা ছুঁড়ে দেবে। স্বপ্ন দেখা ভাল। তবে দিবা স্বপ্ন স্বাস্থ্যের পক্ষে খুব ভাল বলে মনে হয় না। ওরা সেই দিবা স্বপ্ন দেখছে।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement