একদিকে যখন ধস ও বন্যা কবলিত উত্তরবঙ্গের ধ্বংসলীলার চিত্র দেখে মানুষ শিউরে উঠছেন, অন্যদিকে তখন রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখা গেল BJP সাংসদ খগেন মুর্মুকে। সোমবার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে রোষের মুখে পড়েন তিনি। কিন্তু কেন তাঁর উপর এত নৃশংস ভাবে হামলা করা হল?
খগেন মুর্মুর সঙ্গেই দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন BJP বিধায়ক শঙ্কর ঘোষও। তিনি সংবাদমাধ্যমে বলেন, 'কিছু লোক নিজেদের দিদির সৈনিক বলে তেড়ে এল। প্রথমে গালিগালাজ করল এবং তারপর বাটাম মারল। গাড়ির সিটের নীচে শুয়ে না পড়লে আমারও মাথা ফেটে যেত।'
'ভয়ঙ্কর অভিজ্ঞতা'-র কথা শেয়ার করে ফেসবুক লাইভ করেন শঙ্কর ঘোষ। সেখানে পাশের আসনে দেখা যায় রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে। তার মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়তে দেখা যায়। পাঞ্জাবি ভরে গিয়েছে রক্তের দাগে। শঙ্কর ঘোষ বলেন, 'প্রাথমিক চিকিৎসাটুকু করিয়ে শিলিগুড়ি নিয়ে যাচ্ছি সাংসদকে। শমীকদারা কোন দিকে আছে জানি না। সম্ভবত যে নৌকা করে আমরা ত্রাণ দিতে গিয়েছিলান, ওঁরা অন্যদিকে গিয়েছেন। আমরা যেদিকে ছিলাম সেদিকে তৃণমূলের ছেলেরা তেড়ে এসে আমাদের মারধর করে। আমাদের গাড়ির একটা কাচও আস্ত নেই। আমার সারা শরীরেও কাচ ভর্তি। খগেনদার অবস্থা দেখুন।'
আরও বর্ণনা করে শঙ্কর ঘোষ বলেন, 'আমরা কে, কেন এখানে এসেছি, এইসব জিজ্ঞাসা করার পরই ছেলেগুলি মারধর করতে শুরু করে। লাঠি-জুতো নিয়ে আমাদের উপর হামলা করে। নদী থেকে পাথর তুলে আমাদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়। তাতেই মাথা ফেটে যায় খগেনের। গলগল করে রক্ত বের হতে থাকে। ত্রাণ দিতে এসে আমাদের এমন অবস্থা হবে ভাবিনি।'
বৃষ্টি এবং ধসে পাহাড় থেকে তরাই এবং সমতল, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় রাজনৈতিক দলগুলি আলাদা আলাদা ভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছোচ্ছে। পূর্ব ঘোষণা মাফিক সোমবার সকালে শিলিগুড়ি যান BJP-র রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু। বামনডাঙায় কাছে শঙ্কর এবং খগেনকে ঘিরে কয়েকশো মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, এর পর লাঠিপেটা করা হয় বিরোধীদলের দুই জনপ্রতিনিধিকে। ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। এমনকি, জুতো ছোড়া হয় বলেও অভিযোগ। খগেনকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। আহত হন শঙ্কর ঘোষও।
হাসপাতালে চিকিৎসারত খগেন মুর্মুকে ফোন করে উদ্বেগপ্রকাশ করেছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।