Advertisement

JP Nadda in Bengal: দ্বিতীয় বার BJP সভাপতি হয়েই বাংলায় নাড্ডা, দিনভর কী কী কর্মসূচি?

বুধবার সকালে রাজ্যে পা রেখেছেন আরএসএস প্রধান। আর ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে আসছেন সদ্য নির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে সামনেই পঞ্চায়েত ভোট। মূলত পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করতেই তাঁর এই সফর বলে মনে করা হচ্ছে।

সভাপতি হয়েই রাজ্যে নাড্ডাসভাপতি হয়েই রাজ্যে নাড্ডা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2023,
  • अपडेटेड 9:31 AM IST

বুধবার সকালে রাজ্যে পা রেখেছেন আরএসএস প্রধান। আর ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই  রাজ্যে আসছেন সদ্য নির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে সামনেই পঞ্চায়েত ভোট। মূলত পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করতেই তাঁর এই সফর বলে মনে করা হচ্ছে। এবারের রাজ্য সফরে জেলা ও রাজ্য স্তরের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি।

 প্রসঙ্গত মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির জাতীয় জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ বাড়ানো হয়েছে। জেপি নাড্ডা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়েও বিজেপির প্রধান থাকবেন বলে জানা গিয়েছে। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, 'ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসাবে জেপি নাড্ডার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে'।

২০২৪ সালে কার্যত গোটা দেশ জুড়ে বড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে বিজেপিকে। বাংলাতেও গেরুয়া শিবিরের অগ্নিপরীক্ষা। তার আগেই পঞ্চায়েত ভোট। এই ভোটে যতটা সম্ভব নিজেদের মাটি শক্ত করতে চাইছে বিজেপি। তাই ফের সভাপতির চেয়ারে বসেই বাংলায় আসতে চলেছেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার নদিয়ায় সভা করবেন নাড্ডা। এরপর তিনি যাবেন মায়াপুর সফরে।

আরও পড়ুন

নাড্ডার সফরসূচি
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতেই কলকাতা আসতে পারেন জে.পি নাড্ডা। রাত সাড়ে ১১ টায় কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। রাজ্য বিজেপি নেতৃত্ব বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন ওয়েস্টিং হোটেলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানেই রাত্রিবাস করবেন। তারপর ১৯ তারিখ, বৃহস্পতিবার ইসকন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি  একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপি সভাপতির। বৃহস্পতিবার রাতেই আবার দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। দিল্লি ফেরার আগে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় নাড্ডাকে সম্বর্ধনাও দেবে বঙ্গ বিজেপি।  বৃহস্পতিবার সকালেই তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে। 

 এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার সকালে কপ্টারে মায়াপুরের ইসকন মন্দিরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ইসকন মন্দিরে পুজোয় সামিল হয়ে প্রসাদ গ্রহণ করে সন্ন্যাসীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ইসকন মন্দির থেকে বেরিয়ে সড়কপথে নদিয়ার বেথুয়াডহরি আসবেন। সেখানে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে বৃহস্পতিবার এক জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন নাড্ডা। এরপর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। সেই বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বেরও উপস্থিত থাকার কথা। মূলত পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করতেই জেলা ও রাজ্য স্তরের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপি সভাপতি। সেই বৈঠকের পরেই দিল্লির ফিরবেন নাড্ডা। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের শক্তি যাচাই করে নিতে এবং দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতেই রাজ্যে আসছেন তিনি।

Advertisement

 
 

 

 

Read more!
Advertisement
Advertisement