Advertisement

BJP Digital Warrior: ভোট-প্রচারের অস্ত্র সোশ্যাল মিডিয়া, TMC-র ধাঁচে এবার 'ডিজিটাল ওয়ারিয়ার্স' BJP-র

বুধবার দুর্গাপুর থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ওয়ারিয়ার্স’ কর্মসূচির সূচনা করেন। সেই সঙ্গে তিনি স্লোগান তোলেন, 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।'

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।-ফাইল ছবিবিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 2:23 PM IST
  • বিধানসভা ভোটের আগে যুব সমাজকে সংগঠিত করতে ডিজিটাল ময়দানে নামল বিজেপি।
  • অনলাইন মাধ্যমে দলীয় বার্তা ছড়িয়ে দিতে ও রাজনৈতিক লড়াই জোরদার করতে ‘ডিজিটাল ওয়ারিয়ার্স’ নামে নতুন কর্মসূচির সূচনা করল গেরুয়া শিবির।

বিধানসভা ভোটের আগে যুব সমাজকে সংগঠিত করতে ডিজিটাল ময়দানে নামল বিজেপি। অনলাইন মাধ্যমে দলীয় বার্তা ছড়িয়ে দিতে ও রাজনৈতিক লড়াই জোরদার করতে ‘ডিজিটাল ওয়ারিয়ার্স’ নামে নতুন কর্মসূচির সূচনা করল গেরুয়া শিবির। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি। ফলে বিজেপির এই উদ্যোগকে অনেকেই শাসকদলের কর্মসূচির পাল্টা হিসেবেই দেখছেন, যদিও বিজেপি নেতৃত্ব সেই তুলনা মানতে নারাজ।

বুধবার দুর্গাপুর থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ওয়ারিয়ার্স’ কর্মসূচির সূচনা করেন। সেই সঙ্গে তিনি স্লোগান তোলেন, 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।'

বিজেপির দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরতে এবং ‘বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ। শনিবার এই কর্মসূচির জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু করেছে দল। সেখানে গিয়ে যে কেউ নিজেকে ‘ডিজিটাল ওয়ারিয়ার্স’ হিসেবে নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি, ১৮০০৩১৫৭১১১ নম্বরে মিসড কল দিয়েও নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছে বিজেপি।

উল্লেখযোগ্যভাবে, আগেই তৃণমূল ডিজিটাল প্রচার জোরদার করতে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচির সূচনা করেছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বর্তমান সময়ে রাজপথ বা সংসদের পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের বড় ময়দান হয়ে উঠেছে ডিজিটাল দুনিয়া। সেখানে বাংলা-বিরোধী অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই ‘ডিজিটাল সৈনিক’দের প্রয়োজন।

তৃণমূলের দাবি ছিল, কর্মসূচি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিপুল সাড়া মিলেছিল। বিজেপিও প্রায় একই ধাঁচের কর্মসূচি ঘোষণা করায় রাজনৈতিক মহলে জোরদার হয়েছে ডিজিটাল লড়াই নিয়ে চর্চা।

 

Read more!
Advertisement
Advertisement