বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুকথা বলেছেন বলে অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের হীরাপুর থানার চিত্রা মোড়ে। শুক্রবার বিকেলে চিত্রা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হীরাপুর থানার পুলিশ বাহিনী।
অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পরে অবরোধ তোলে পুলিশ।
অভিযুক্ত TMC নেতা শিবদাসন দাসু বলেন, তিনি ওই শব্দ খারাপ অর্থে ব্যবহার করেননি। তাঁর বক্তব্যকে নেগেটিভ হিসাবে প্রচার করা হচ্ছে। অগ্নিমিত্রা সম্পর্কে কুরুচিকর মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এর আগে রেখা পাত্রকে ফিরহাদ হাকিম কী ভাষা বলেছিল আর উচ্চারণ করছি না। একই ভাষা আসানসোলে রাজ্যের সাধারণ সম্পাদিকা ও বিধায়িকা অগ্নিমিত্রা পাল সম্পর্কে প্রয়োগ করেছেন। এফআইআর হয়েছে। আসানসোলে ঝাঁটা মিছিল করে এর প্রতিবাদ হবে।' ঘটনার তীব্র নিন্দা করে আসানসোলের অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু।
সংবাদদাতাঃ অনিল গিরি