Advertisement

SIR শুনানি চলাকালীন BLA 2-দের থাকা যাবে না, বড় নির্দেশ কমিশনের

বাংলায় SIR প্রক্রিয়ায় এখন হিয়ারিং পর্ব চলছে। আর শুনানি প্রক্রিয়ার মধ্যে কোনওভাবেই প্রবেশ করতে পারবে না BLA 2 বা রাজনৈতির দলের বুথ স্তরের এজেন্ট বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

বিএলএ ২বিএলএ ২
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 3:13 PM IST
  • বাংলায় SIR প্রক্রিয়ায় এখন হিয়ারিং পর্ব চলছে
  • শুনানি প্রক্রিয়ার মধ্যে কোনওভাবেই প্রবেশ করতে পারবে না BLA 2 বা রাজনৈতির দলের বুথ স্তরের এজেন্ট বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • তাদের পক্ষ থেকে এই মর্মে জেলা শাসকদের কাছে নির্দেশ গিয়েছে বলে জানান হয়েছে

বাংলায় SIR প্রক্রিয়ায় এখন হিয়ারিং পর্ব চলছে। আর শুনানি প্রক্রিয়ার মধ্যে কোনওভাবেই প্রবেশ করতে পারবে না BLA 2 বা রাজনৈতির দলের বুথ স্তরের এজেন্ট বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

তাদের পক্ষ থেকে এই মর্মে জেলা শাসকদের কাছে নির্দেশ গিয়েছে বলে জানান হয়েছে। কমিশন সূত্রে খবর, শুনানি কেন্দ্রে কোনও এজেন্টই প্রবেশ করতে পারবে না। কোনও এজেন্ট যদি ঢুকে যায়, তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কোনওভাবে যদি হিয়ারিং প্রক্রিয়া আটকে যায়, তাহলে জেলাশাসকদেরই সেই ঘটনার দায়িত্বে নিতে হবে।

কেন হঠাৎ এই ঘোষণা?

আসলে আজ শুনানি নিয়ে ধুন্ধুমার বেধে যায় চুঁচুড়া, মগড়া ব্লক অফিসে। সেখানে পৌঁছে যান তৃণমূলের চূচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বিএল ২-কে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে বন্ধ করে দেন অবস্থান করেন। তাতে হিয়ারিং প্রক্রিয়া বন্ধ থাকে কিছুটা সময়। পাশাপাশি তিনি কমিশনের কাছ থেকে লিখিতভাবে জবাব চান বিএলএ-দের বিষয়টা নিয়ে। এই সব ঝামেলায় প্রায় টানা ২ ঘণ্টা বন্ধ ছিল শুনানি প্রক্রিয়া।

আর এই ঘটনা কানে আসতেই তৎপর হয়ে ওঠে কমিশন। তাদের পক্ষ থেকে সমস্ত জেলাশাসকের রাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও রাজনৈতিক দলের এজেন্টই হিয়ারিংয়ের সময় থাকতে পারবেন না। তেমনটা হলে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।

শুধু তাই নয়, কোনওভাবেই শুনানি বন্ধ রাখা যাবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন। আর এই বিষয়গুলি দেখতে হবে জেলাশাসক বা ডিএম-দের। নইলে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হতে পারে।

কেন হঠাৎ তৎপর হয়ে উঠলেন অসিত?

আসলে রবিবার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক তৃণমূলের নম্বর ২ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদক ভার্চুয়ালে করেন সভা। সেখানেই তিনি দলীয় এজেন্টদের শুনানিতে থাকার পারমর্শ দেন। এমনকী কমিশন যদি সেখানে কর্মীদের থাকতে না দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস আইনি পথেও হাঁটতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement

আর দলের শীর্ষ নেতৃত্বের তরফে এমন বার্তা পেয়েই আজ ব্লক অফিসে যান অসিত বলে মনে করা হচ্ছে। যার ফলে প্রায় ২ ঘণ্টা হিয়ারিং আটকে ছিল বলে খবর। তারপর মানবিক কারণে অবস্থান তুলে নিচ্ছেন বলে জানান অসিত।

ও দিকে এই খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে কমিশন। তাদের পক্ষ থেকে জেলাশাসকদের কাছে নির্দেশ গিয়েছে বলে খবর।

Read more!
Advertisement
Advertisement