Advertisement

BLA Recruitment New Rule: BLA নিয়োগে কমিশনের নিয়ম বদল ঘিরে কেন ক্ষুব্ধ TMC? ঠিক কী পরিবর্তন? বিস্তারিত

সংশ্লিষ্ট বুথ নয়, যে কোনও বিধানসভার ভোটার হলেই হওয়া যাবে BLA। নয়া নিয়ম আনল নির্বাচন কমিশন। আগে নিয়ম ছিল বুথ লেভেল এজেন্টদের সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। সেই নিয়মেই বদল আনল কমিশন। অর্থাৎ এখন যে কোনও বিধানসভার ভোটার, যে কোনও বুথে BLA হতে পারবেন। কমিশনের নিয়ম বদলে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।

বিএলএ নিয়োগে নয়া পরিবর্তনবিএলএ নিয়োগে নয়া পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 10:19 AM IST

সংশ্লিষ্ট বুথ নয়, যে কোনও বিধানসভার ভোটার হলেই হওয়া যাবে BLA। নয়া নিয়ম আনল নির্বাচন কমিশন। আগে নিয়ম ছিল বুথ লেভেল এজেন্টদের সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। সেই নিয়মেই বদল আনল কমিশন। অর্থাৎ এখন যে কোনও বিধানসভার ভোটার, যে কোনও বুথে BLA হতে পারবেন। BLA নিয়োগে নিয়মে কী পরিবর্তন হল জেনে নিন।

কমিশনের নিয়ম বদলে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।  BLA নিয়ে নিয়ম বদলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নির্বাচন কমিশনকে ফের একবার বিজেপির 'দালাল' বলে দাগিয়ে দেন। কুণালের দাবি, বিজেপির সংগঠন দুর্বল, তাদের বুথভিত্তিক এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই। তাই বিজেপিকে সুবিধা করে দিতে BLA 2 হওয়ার নিয়মই পরিবর্তন করে দিয়েছে কমিশন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে কুণাল বলেন, "বিজেপি এবং বিরোধীদের সুবিধা করে দিতে ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন। এতদিন নিয়ম ছিল BLA 2 যারা হবেন তারা সেই বুথ বা সেই পার্টির হতে হবে। BLO তো অবশ্যই সেই বুথ বা পার্টির হতে হবে। তৃণমূল কংগ্রেস BLA 2 অর্থাৎ যারা সেই বুথের BLO-কে সাহায্য করবেন, রাজনৈতিক দলের তরফ থেকে। সব জায়গায় তৃণমূল কংগ্রেসের BLA 2 আছে। বিজেপির কাছে যেহেতু লোক নেই, এখন নির্বাচন কমিশন বলছে অন্য জায়গা থেকে BLA 2 আনা যাবে। BLO যেমন সেই পার্ট বা বুথ থেকে হতে হয়। BLA 2-ও তো সেই বুথ থেকে হবে। ওরা ভোটে এজেন্ট দিতে পারে না। মিছিল, মিটিংয়ে এদিক ওদিক করতে পারে। অর্ধেক বুথে লোক নেই। ভোটে এজেন্ট দিতে পারে না। সাংগঠনিক দুর্বলতা ধরা পড়ে যাচ্ছে। সেজন্য নির্বাচন কমিশন বিজেপির কথায়, বিজেপির স্বার্থে অন্য বুথের লোককে এনে BLA 2 করা যেতে পারে বলছে। তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করছে।"

ক্ষুব্ধ কুণাল এও বলেন, "বাইরের লোককে এনে, অন্য বুথের লোককে এনে BLA 2 করা যাবে না। এর কোনও যৌক্তিকতা নেই। তারা তো চিনবে না এই পার্টের ভোটারকে। বাইরের লোককে ঢোকানো যায় না। নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। এ রাজ্যে বিজেপির সংগঠন নেই। বুথভিত্তিক লোক নেই। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এই নিয়ম পরিবর্তন করছে। যথাযথ জায়গায়, যথাযথভাবে এর প্রতিবাদ হবে।"

Advertisement

তবে কমিশনের এই সিদ্ধান্তে খুশি বিজেপি। কার্যতই সংগঠনে উপযুক্ত লোকের অভাবে অর্ধেক বুথে এজেন্ট দিতে পারে না বিজেপি। অতীতের নির্বাচনে তা দেখা গেছে। অন্য বুথের ভোটারকে BLA 2 করা গেলে তাতে এজেন্ট দিতে সুবিধাই হবে বিজেপির। অন্য রাজনৈতিক দলগুলির জন্যও সুবিধা হবে। সেক্ষেত্রে বুথে বুথে এজেন্টে দেওয়ার ঘাটতি মেটানো যাবে। বুথগুলিতে তৃণমূলের একছত্র এজেন্টদের আধিপত্য কমানো যাবে।

Read more!
Advertisement
Advertisement