Advertisement

SIR ফর্ম চাইতেই রাস্তায় ফেলে মারধর অভিযোগ, মহেশতলায় আক্রান্ত BLO

রাজ্যজুড়ে পুরোদমে এসআইআর প্রক্রিয়া চলছে। আর এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বুথ লেভেল অফিসার বা BLO রা। ভোটার তালিকা যাচাই থেকে শুরু করে বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ, সব দায়িত্বই তাঁদের কাঁধে।

বিএলওকে মারধরের অভিযোগ।বিএলওকে মারধরের অভিযোগ।
প্রীতম ব্যানার্জী
  • মহেশতলা,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 7:27 PM IST
  • রাজ্যজুড়ে পুরোদমে এসআইআর প্রক্রিয়া চলছে।
  • কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বুথ লেভেল অফিসার বা BLO রা।
  • ভোটার তালিকা যাচাই থেকে শুরু করে বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ, সব দায়িত্বই তাঁদের কাঁধে।

রাজ্যজুড়ে পুরোদমে এসআইআর প্রক্রিয়া চলছে। আর এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বুথ লেভেল অফিসার বা BLO রা। ভোটার তালিকা যাচাই থেকে শুরু করে বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ, সব দায়িত্বই তাঁদের কাঁধে। কাজের প্রচণ্ড চাপের অভিযোগে সরব হয়েছেন বিএলওদের একাংশ। এহেন পরিস্থিতিতেই এবার দক্ষিণ ২৪ পরগনায় এক বিএলও হামলার শিকার হলেন বলে অভিযোগ। আক্রান্তের নাম সন্তু চক্রবর্তী। অভিযোগ, মহেশতলা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে ভোটার ফর্ম সংগ্রহের কাজ চলছিল। আচমকা সায়ন্তন সিনহা নামে স্থানীয় এক যুবক সন্তুর পরিচয়পত্র দেখতে চান বলে দাবি। আইকার্ড দেখিয়ে সন্তু জানান, তিনি নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী। অভিযোগ এরপরেই সায়ন্তনের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।

অভিযোগ, হঠাৎই ওই যুবক সন্তুর জামার কলার ধরে টানাটানি শুরু করেন। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। গুরুতরভাবে আহত হন সন্তু চক্রবর্তী। তাঁর বুকে ও পাঁজরে চোট লেগেছে বলে জানা গিয়েছে। এরপরই তিনি মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সায়ন্তন সিনহাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিটি বুথে দায়িত্বে থাকা এই গুরুত্বপূর্ণ সরকারি কর্মীরা কতটা নিরাপদ? ফের উঠছে সেই প্রশ্ন।বছর ঘুরলেই ভোট। তার আগে SIR এর সময় বিএলওদের উপর হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

সংবাদদাতা: প্রসেনজিৎ সাহা

Read more!
Advertisement
Advertisement