
পূর্ব বর্ধমানের মেমারিতে বুথ লেভেল অফিসারের(BLO) মৃত্যু। পরিবারের দাবি, লাগাতার কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তার কারণেই ব্রেন স্ট্রোক হয়েছে BLO নমিতা হাঁসদার। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন নমিতা। চক বলরামপুর এলাকার ২৭৮ নম্বর বুথে BLO র দায়িত্বও সামলাচ্ছিলেন। সূত্রের খবর, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
পরিবারের অভিযোগ, SIR এর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।বাড়ি বাড়ি ‘এনুমারেশন ফর্ম’ দিতে হচ্ছিল তাঁকে। সেই কাজ যত দ্রুত সম্ভব শেষ করার জন্য নমিতার ওপর প্রবল চাপ তৈরি হচ্ছিল বলে অভিযোগ। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর স্বামী মাধব হাঁসদা। তাঁর কথায়, 'আরও দ্রুত কাজ করতে চাপ দেওয়া হচ্ছিল। ও খুব টেনশনে ছিল। প্রায় রাত অবধি বাইরে ঘুরে ঘুরে কাজ করত। সেই চাপের ফলেই এমনটা হল।'
এই বিষয়ে জেলাশাসক আয়েশা রানি জানান, তাঁরা এই বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, 'যাঁদের শারীরিক সমস্যা থাকে, তাঁদের সাধারণত BLO র দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত SIR এর এনুমারেশন প্রসেস চলবে। এই সময়ের মধ্যেই ভোটারদের বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহের কাজ শেষ করতে হবে BLO দের। এরপর ৯ ডিসেম্বর প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।
সম্প্রতি ফর্ম বিতরণের সময়সীমা বৃদ্ধি এবং পর্যাপ্ত ফর্ম সরবরাহ নিয়ে বহু বিএলও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করছেন, এখনও হাতে পর্যাপ্ত ফর্ম না পাওয়ায় শুরু থেকেই কাজের গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে শেষে গিয়ে তাঁদের উপর অনেক বেশি চাপ পড়ে যাবে।
নমিতার মৃত্যু সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। ন্যায়বিচার এবং কাজের পরিবেশ পুনর্মূল্যায়নের দাবি তুলেছে পরিবার।