Advertisement

Blood Donation: রাজ্যে স্বেচ্ছায় রক্তদাতাদের জলযোগে এবার দ্বিগুণ টাকা, বিজ্ঞপ্তি জারি

রাজ্যে রক্তদাতা পিছু জলযোগের বরাদ্দ অবশেষে ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করল স্বাস্থ্য দফতর। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ভবন। আগামী ১ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। বরাদ্দ বৃদ্ধি হলেও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা এই বৃদ্ধিকে অপ্রতুল বলেই মনে করছেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 3:32 PM IST
  • রাজ্যে রক্তদাতা পিছু জলযোগের বরাদ্দ অবশেষে ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করল স্বাস্থ্য দফতর।
  • বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ভবন।

রাজ্যে রক্তদাতা পিছু জলযোগের বরাদ্দ অবশেষে ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করল স্বাস্থ্য দফতর। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ভবন। আগামী ১ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। বরাদ্দ বৃদ্ধি হলেও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা এই বৃদ্ধিকে অপ্রতুল বলেই মনে করছেন।

বরাদ্দ বৃদ্ধি
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এতদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের জলযোগ বাবদ ৫০ টাকা বরাদ্দ করা হত। দীর্ঘদিন ধরে এই পরিমাণ বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছিলেন রক্তদান আন্দোলনের কর্মীরা। অবশেষে এই বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্য রাজ্যের তুলনায় কতটা যুক্তিসঙ্গত এই বরাদ্দ?
রাজ্যের রক্তদান আন্দোলনের কর্মীদের মতে, এই বরাদ্দ বৃদ্ধি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ, তবে এটি যথেষ্ট নয়। কারণ, অন্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে বরাদ্দের পরিমাণ এখনও অনেকটাই কম। ওড়িশায় প্রায় ছ বছর ধরে দাতা পিছু ৬০ টাকা বরাদ্দ করা হচ্ছে। পাঞ্জাবে প্রায় আট বছর ধরে বরাদ্দ ৫০ টাকা। জানা গেছে, জাতীয় রক্তদান নীতির আওতায় কেন্দ্রীয় সরকারের তরফেও কিছু রাজ্যে রক্তদাতা পিছু ৫০ টাকা বরাদ্দ করা হয়। ফলে সেই সব রাজ্যে মোট বরাদ্দ দাঁড়ায় ১০০ টাকা, যা এখন পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে।

তবুও থেকে গেল প্রশ্ন
রক্তদান শিবিরের আয়োজকদের একাংশের বক্তব্য, "অবশেষে বরাদ্দ বাড়ানো হয়েছে, এটা ভালো পদক্ষেপ। কিন্তু মাত্র ৫০ টাকা বৃদ্ধিতেই ন’বছর সময় লেগে গেল কেন? এই দীর্ঘসূত্রিতা সরকারের রক্তদানের প্রতি অগ্রাধিকারের অভাবেরই ইঙ্গিত দেয়।"

রাজ্যে রক্তের চাহিদা ও সংকট
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন হয়। তবে সংগৃহীত হয় মাত্র ১৩ লক্ষ ইউনিট। অর্থাৎ প্রায় ২ লক্ষ ইউনিট রক্তের ঘাটতি থাকে। গরমকাল, দুর্গাপুজো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় রক্তদান শিবির কম হওয়ায় সংকট আরও প্রকট হয়। এই পরিস্থিতিতে জলযোগের বরাদ্দ বৃদ্ধি কতটা রক্তদাতাদের উৎসাহিত করবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য দফতর অবশেষে রক্তদাতাদের জলযোগের বরাদ্দ দ্বিগুণ করলেও রক্তদান আন্দোলনের কর্মীদের মতে, এই বৃদ্ধি যথেষ্ট নয়। বরং বরাদ্দ আরও বাড়ানো দরকার বলে তাঁরা দাবি জানাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, রক্তদানকে উৎসাহিত করতে শিবিরের পরিকাঠামো উন্নত করার পাশাপাশি দাতাদের যথাযথ সম্মান ও সুবিধা দেওয়ার দিকেও নজর দেওয়া জরুরি।


 

Read more!
Advertisement
Advertisement