
পশ্চিমবঙ্গে অতীতেও একাধিক বার ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। কিন্তু ২০২৫ সালে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR যেন বিতর্কের অন্য মাত্রা নিয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে এহেন বিতর্ক পশ্চিমবঙ্গে কখনও হয়নি। প্রথমে একাধিক BLO কাজে যোগ দিতে চাইছিলেন না। কমিশনের শোকজের পরে তাঁরা চাপে পড়ে ফিল্ডে নেমে পড়েছেন। এখন আবার BLO-দের নিয়ে নয়া বিতর্ক। BLO-দের নির্দেশ দেওয়া হয়েছে, এলাকায়া প্রতিটি বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। কিন্তু অভিযোগ,বহু BLO বাড়ি বাড়ি যাচ্ছেন না। তাঁরা পাড়ার কোনও চায়ের দোকান বা স্থানীয় ক্লাবেই বসে ফর্ম দিচ্ছেন। এই সব ঘটনায় বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন।
পাড়ায় চায়ের দোকানে বা লোকাল ক্লাবে বসে ফর্ম বিলি
বাস স্ট্যান্ড, পাড়ায় চায়ের দোকানে বা লোকাল ক্লাবে বসে ফর্ম বিলির একাধিক ঘটনা ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে BLO-দের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কয়েক দিন আগেই দুর্গাপুরে দেখা গিয়েছে, বাসস্ট্যান্ডে টেবিল, চেয়ার পেতে বসে ফর্ম বিলি করছেন এক BLO। কখনও দেখা যাচ্ছে, তৃণমূলের স্থানীয় নেতার সঙ্গে মিলে পার্টি অফিসে বা রাস্তার ধারে বসে ফর্ম বিলি করছেন BLO। পূর্বস্থলীতে কল্যাণপুর পঞ্চায়েতে এই রকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ২৩৯ নম্বর বুথে দেখা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে ফর্ম বিলি করা হচ্ছে। আবার গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরে দাসপুরে ২ নম্বর ব্লকে অভিযোগ, স্ত্রী BLO হওয়ায় ফর্ম বিলির দায়িত্ব নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।
৮ জন BLO-কে সরকারি দায়িত্বে গাফিলতির জন্য শোকজ
এহেন নানা অভিযোগে কমিশন ৮ জন BLO-কে সরকারি দায়িত্বে গাফিলতির জন্য শোকজ করল। কমিশনের এক আধিকারিকের কথায়, 'জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছে। বিহার মডেল অনুসরণ করতে হবে। প্রতিটি বাড়িতে গিয়ে BLO-রা ফর্ম বিলি করবেন। এবং ভোটারদের হাত থেকেই BLO জমা নেবেন। কোনও BLO যদি কাজে গাফিলতি করেন, তাহলে শৃঙ্খলাভঙ্গের অপরাধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'
প্রতি ১০ জন BLO-র জন্য একজন করে সুপারভাইজার
BLO-দের কাজে নজর রাখতে প্রতি জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওই কন্ট্রোলরুমে BLO দের সুপারভাইজার থাকবেন। প্রতি ১০ জন BLO-র জন্য একজন করে সুপারভাইজার রাখা হয়েছে। এঁরা BLO-দের কাজে নজর রাখবেন। এছাড়াও নাগরিকদের জন্য স্পেশাল হেল্পলাইন চালু করেছে কমিশন, BLO সম্পর্কিত যে কোনও অভিযোগ ওই নম্বরে ফোন করে কমিশনকে জানাতে পারবেন ভোটাররা।