
আগামী বছর বিধানসভা নির্বাচন এ রাজ্যে। যা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা একেবারে তুঙ্গে। তারই মাঝে বাংলায় চলছে SIR। এই অবস্থায় সরগরম রাজ্য -রাজনীতি। তারই মাঝে পুলিশের নজর এড়িয়ে মাঝে মধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্রশস্ত্র। যা নিয়ে চাঞ্চল্য দেখা দিচ্ছে। এবার সেই পরিস্থিতিতেই বীরভূমের সিউড়ি থেকে উদ্ধার হল দুটি তাজা বোমা। কীভাবে জনবহুল এলাকায় ওই বোমাগুলি এল, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
বৃহস্পতিবার সকালে সিউড়ি থানা এলাকার আব্দারপুর আদিবাসীপাড়ায় একেবারে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারেই দু'টি বোমার মতো জিনিস পড়ে থাকতে দেখা যায়। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুতো দিয়ে বাঁধা ওই বস্তুগুলি বোমা বলেই মনে করছেন স্থানীয় মানুষ। স্থানীয়দের দাবি, এই এলাকাটি শান্তিপূর্ণ এলাকা। এখানে হঠাৎ বোমা কী ভাবে এল তা তাঁদের কাছেও স্পষ্ট নয়।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে বোম্ব স্কোয়াডকে খবর দেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটিকে নির্জন একটি মাঠে নিষ্ক্রিয় করে বোম্ব স্কোয়াড। কে বা কারা কী উদ্দেশে ওই জায়গায় বোমাগুলি রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্টার- শান্তনু হাজরা