Advertisement

উত্তর ২৪ পরগনায় অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশিকে BGB-র হাতে তুলে দিল BSF

জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে যে ধৃতদের মধ্যে কয়েকজন ভরতে নিজেদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসছিল। আবার কয়েকজন আসছিল কাজের সন্ধানে। এর জন্য তারা আলাদ আলাদা দালালকে ৫ থেকে ১৪ হাজার পর্যন্ত বাংলাদেশি টাকা দেয়। 

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • উত্তর ২৪ পরগনা,
  • 10 Apr 2022,
  • अपडेटेड 1:43 PM IST
  • ৬ বাংলাদেশি গ্রেফতার
  • ধৃতদের মধ্যে ৩ মহিলা ও এক শিশু
  • তুলে দেওয়া হল বিজিবির হাতে

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা জারি। এবার বাংলাদেশ থেকে বৈআইনিভাবে ভারতে ঢোকার সময় ৬ বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। ধৃতদের মধ্যে ৩ মহিলা ও একটি শিশুও রয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ জানাচ্ছে, শনিবার রানঘাট ও জীতপুরের সীমান্ত আউটপোস্ট দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই বাংলাদেশিরা। সেই সময় পাকড়াও করা হয় তাদের। এরপর কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর উত্তর ২৪ পরগনার ২টি আউটপোস্ট দিয়ে তাদের বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়। 

আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসছিল
জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে যে তাদের মধ্যে কয়েকজন ভরতে নিজেদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসছিল। আবার কয়েকজন আসছিল কাজের সন্ধানে। এর জন্য তারা আলাদ আলাদা দালালকে ৫ থেকে ১৪ হাজার পর্যন্ত বাংলাদেশি টাকা দেয়। 

ধৃতদের পরিয়
এপ্রসঙ্গে বিএসএফ জানাচ্ছে, মানবিক দিক থেকে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতরা হল বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা সবুজ বারাইন দত্ত, বাগেরহাটের সুজন মৃধা, সাতক্ষীরার সাকিনা খাতুন, নারায়ণগঞ্জের উম্মা খুলসুন এবং গোপালগঞ্জের প্রমিলা মণ্ডল ও তাঁর ছেলে জয় মণ্ডল। 

আরও পড়ুন

সবচেয়ে বেশি অনুপ্রবেশ বাংলাদেশ থেকেই
প্রসঙ্গত, ভারতে অনুপ্রবেশের বেশিরভাগ ঘটনাই ঘটে বাংলাদেশ থেকে। এই বিষয়ে, গতবছরের ৭ ডিসেম্বর লোকসভায় চিরাগ পাসওয়ানের প্রশ্নের লিখিত উত্তর দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন যে, গত তিন বছরে ভারত-চিন সীমান্তে একটিও অনুপ্রবেশ ঘটেনি, যেখানে বাংলাদেশ সীমান্ত থেকে সবচেয়ে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ হয়েছে মাত্র ১২৮ বার। গত ৩ বছরে ভারত-নেপাল সীমান্তে অনুপ্রবেশের ২৫টি ঘটনা ঘটেছে। একই সময়ে, ভারত-ভুটান সীমান্তে অনুপ্রবেশের একটি ঘটনাও প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশের ১৩৩টি মামলা নথিভুক্ত করা হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement