Advertisement

India Bangladesh: BSF গুলি চালাতেই ছুট বাংলাদেশি গরু পাচারকারীদের, ফেলে গেল ১০টি ষাঁড়

ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে অশান্তির আবহেই এবার চলল গুলিও। বৃহস্পতিবার রাতে মালদার হবিবপুর ব্লকের খুটাদহে BSF জওয়ানদের উপর হামলার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তরা গরু পাচারের সঙ্গে জড়িত। সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দেওয়ায় পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা।

India-Bangladesh border: বাজেয়াপ্ত ষাঁড় ও ধারাল অস্ত্র।India-Bangladesh border: বাজেয়াপ্ত ষাঁড় ও ধারাল অস্ত্র।
Aajtak Bangla
  • হবিবপুর, মালদা,
  • 11 Jan 2025,
  • अपडेटेड 3:50 PM IST

ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে অশান্তির আবহেই এবার চলল গুলিও। বৃহস্পতিবার রাতে মালদার হবিবপুর ব্লকের খুটাদহে BSF জওয়ানদের উপর হামলার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তরা গরু পাচারের সঙ্গে জড়িত। সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দেওয়ায় পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে ধারাল অস্ত্র নিয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর তারা চড়াও হয়। এরপরেই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরা। 

সূত্রের খবর, গভীর রাতে পাচারকারীদের কার্যকলাপ ধরে ফেলেছিলেন বিএসএফ জওয়ানরা। শীতের রাত ও কুয়াশার সুযোগে সম্ভব বাংলাদেশে গরু পাচার করা হচ্ছিল। সীমান্তের এই জায়গায় কোনও কাঁটাতার নেই। সেই সঙ্গে অন্ধকার ও জঙ্গল। তবে সেই সময় এখানে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, ৩ থেকে ৪ জন পাচারকারী ছিল। তাদের সরাসরি বাধা দেন তাঁরা। এরপর হঠাৎ অস্ত্র নিয়ে জওয়ানদের উপর চড়াও হয় তারা। এরপর বাধ্য হয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন বিএসএফ জওয়ানরা। গুলি চালনা করতে বাধ্য হন তাঁরা। তাতে ভয় পেয়ে পালিয়ে যায় গরু পাচারকারীরা। 

এরপর ঘটনাস্থল থেকে প্রায় ১০টি হরিয়ানা প্রজাতির ষাঁড় উদ্ধার করেন বিএসএফ আধিকারিকরা। এগুলি সব বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। আপাতত এগুলি বিএসএফ-এর হেফাজতে আছে। মালদার হবিবপুর থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিএসএফ। 

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে মালদার সুকদেবপুরে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার মুখে পড়ে বিএসএফ। বিজিবি-র দাবি, বাংলাদেশের এলাকার উপর সীমান্ত করা হচ্ছে। এরপর দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। বৈঠকের মাধ্যমেই এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর। এদিকে সেই ঘটনাকে কেন্দ্র করেও দুই পারের গ্রামে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সেই আবহেই নতুন করে এই অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালনার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার সীমান্তবর্তী এলাকায়। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement