Advertisement

Bula Choudhury: বুলার বাড়িতে সুকান্ত, বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন সাঁতারু? 

রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে, বুলা চৌধুরী কি এবার সত্যিই গেরুয়া জলে সাঁতার কাটবেন?

সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে সুকান্ত মজুমদার।-ফাইল ছবিসাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে সুকান্ত মজুমদার।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 5:42 PM IST
  • ক্রীড়া ও রাজনীতির ময়দান যেন একসঙ্গে আলোচনায়।
  • বুধবার কসবায় প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।

ক্রীড়া ও রাজনীতির ময়দান যেন একসঙ্গে আলোচনায়। বুধবার কসবায় প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। আচমকা এই সাক্ষাত ঘিরে জল্পনা তীব্র, তবে কি প্রাক্তন সিপিএম বিধায়ক এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন?

ভারতের সাঁতার ইতিহাসে উজ্জ্বল নাম বুলা চৌধুরী, প্রথম ভারতীয় মহিলা যিনি সাতটি সমুদ্র পেরিয়ে ইতিহাস গড়েছিলেন। শুধু ক্রীড়াজীবন নয়, রাজনীতিতেও একসময় সক্রিয় ছিলেন তিনি। ২০০৬ সালে পশ্চিম মেদিনীপুরের নন্দনপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হিসেবে জয়ী হয়ে পাঁচ বছর বিধায়ক ছিলেন। তবে এরপর থেকে রাজনীতির ময়দান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেনে ভারতের মহিলা ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিতে গিয়ে বুলা চৌধুরীর নাম টানেন। তাঁর অর্জুন পুরস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে নানান আলোচনা শুরু হয়। সেই আবহেই এবার বুলার বাড়িতে গিয়ে হাজির সুকান্ত মজুমদার।

বিজেপির পক্ষ থেকে বুলাকে খেলাধুলার সংগঠনে যুক্ত হওয়ার প্রস্তাব দেন সুকান্ত। তিনি বলেন, 'বুলা চৌধুরীর অভিজ্ঞতা আমাদের দেশের সম্পদ। আমরা চাই, তাঁর এই অভিজ্ঞতাকে কাজে লাগানো হোক। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় যদি তাঁর সুইমিং অ্যাকাডেমি গড়ে তোলা যায়, তাহলে নতুন প্রজন্ম উপকৃত হবে।'

উল্লেখ্য, বুলা চৌধুরীর বহুদিনের ইচ্ছে রাজ্যে একটি আধুনিক সুইমিং অ্যাকাডেমি খোলা। কিন্তু জমি না পাওয়ায় সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এদিন এই প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন সুকান্ত। একইসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বুলার সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

বুলা চৌধুরী অবশ্য সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খোলেননি। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, 'জলই আমার জীবন। জল ছাড়া কেউ বাঁচবে না। আগামী দিন কী হবে, সময়ই বলবে। তবে খেলাধুলার জন্য আমি আছি।'

Advertisement

মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবে বুলার বক্তব্যও ছিল স্পষ্ট, 'আমি কখনও পুরস্কারের দিকে তাকিয়ে সাঁতার কাটিনি। আমার লক্ষ্য ছিল দেশের জন্য গর্ব আনা। এখন চাই, আমার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে।'

রাজনীতিতে তাঁর 'দ্বিতীয় ইনিংস' শুরু হবে কি না, তা এখন সময়ই বলবে। তবে সুকান্ত মজুমদারের এই সফরের পর থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে, বুলা চৌধুরী কি এবার সত্যিই গেরুয়া জলে সাঁতার কাটবেন?

 

Read more!
Advertisement
Advertisement