Advertisement

Bus Accident: পুরী থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে, শিশু-সহ ৪০ জন হাসপাতালে ভর্তি

পুরী থেকে ফেরার পথে উল্টে গেল বাস। যার জেরে ৪০ জন আহত হয়েছেন বলে খবর। জানা গেছে, আশঙ্কাজনক অন্তত ১১ জন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারির। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকভর্তি ওই বাসটি। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2023,
  • अपडेटेड 1:25 PM IST
  • পুরী থেকে ফেরার পথে উল্টে গেল বাস।
  • যার জেরে ৪০ জন আহত হয়েছেন বলে খবর। জানা গেছে, আশঙ্কাজনক অন্তত ১১ জন।

পুরী থেকে ফেরার পথে উল্টে গেল বাস। যার জেরে ৪০ জন আহত হয়েছেন বলে খবর। জানা গেছে, আশঙ্কাজনক অন্তত ১১ জন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারির। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকভর্তি ওই বাসটি। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। 

রবিবার ভোররাতে নারায়ণগড় ৬০ নম্বর জাতীয় সড়কের উকুনমারির কাছে বাস দুর্ঘটনা! গুরুতর আহত হলেন প্রায় ৪০ জন যাত্রী। জানা গিয়েছে এদিন একটি পর্যটক বোঝাই বাস পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিল। নারায়ণগড়ের উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। দুর্ঘটনায় আহত হন বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে এক শিশু সহ ৯ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়।

যাত্রীরা জানান" গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দীঘা ও পুরী হয়ে  গঙ্গাসাগর যাচ্ছিলাম। মাঝপথে গাড়ির চালক খালাসীকে গাড়ি চালাতে দিলে ঘটে এই দুর্ঘটনা। তবে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে উল্টে গেল তা এখনও জানা যায়নি। কী ভাবে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় নারায়ণগড় থানার পুলিশ। এই দুর্ঘটনার জেরে সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement