যোগেশচন্দ্র চৌধুরী ল'কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যকে পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। তাঁর ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই বলে জানায় হাইকোর্ট। শুধু হাইকোর্টের নির্দেশে, আগামিকাল থেকে কলেজে ঢুকতে পারবেন না ২ অধ্যাপক। শুধু তিনি নন, আরও এক অধ্যাপক অচিনা কুণ্ডকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার থেকে এই দু’জন কলেজে ঢুকতে পারবেন না। অধ্যক্ষ ও অধ্যাপককে অপসারণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অধ্যক্ষের অফিসে তালা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও ওঠে। কিছু কলেজে যোগ্যতা না থাকা সত্ত্বেও কয়েকজন অধ্যাপক নিযুক্ত করার অভিযোগে মামলা হয়েছিল। তার ভিত্তিতে বিচারপতির এই নির্দেশ।
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যদি দুই ব্যক্তি যোগ্যতা সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তবে পুনর্বহাল করা হবে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশ কমিশনারকে বিষয়টি দেখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা যায়, শুক্রবার যোগেশচন্দ্র ল' কলেজের পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। তাতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়।
মামলাকারীর অভিযোগ এই অধ্যাপকরা কলেজে বেশ কয়েক জন দুষ্কৃতীকে প্রশ্রয় দিয়েছেন। তারা কলেজকে অসামাজিক করে তুলেছেন। আগামী ৯ অক্টোবর ওই দুষ্কৃতীদের আদালতে হাজিরও করতে হবে।