Advertisement

Calcutta HC on 21 July: '২১ জুলাইয়ের জন্য বাস তোলা যাবে না, যানজটও যেন না হয়', পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতার রাস্তা বন্ধ করে, যানজট করে, বাস তুলে নিয়ে একুশে জুলাই করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এমনকি ভিক্টোরিয়া হাউসের সামনেও একুশে জুলাইয়ের সভা আর হবে কিনা তা নিয়ে দীর্ঘ শুনানি করতে হবে বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শাসকদল ও পুলিশকে যানজট না হওয়ার মুচলেকা দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি।

একুশে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্টএকুশে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 4:07 PM IST

কলকাতার রাস্তা বন্ধ করে, যানজট করে, বাস তুলে নিয়ে একুশে জুলাই করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এমনকি ভিক্টোরিয়া হাউসের সামনেও একুশে জুলাইয়ের সভা আর হবে কিনা তা নিয়ে দীর্ঘ শুনানি করতে হবে বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শাসকদল ও পুলিশকে যানজট না হওয়ার মুচলেকা দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দেওয়ার নির্দেশ দেন। তাতে কোনও যানজট হবে না বলে জানাতে হবে। রাজ্যের আইনজীবী সওয়াল করে বলেন, একুশে জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে? বিচারপতি বলেন, ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন? বিচারপতি বলেন, একুশে জুলাই অফিস যেতে অসুবিধা হবে না এটা নিশ্চিত করা হোক।

ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের আয়োজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। যদিও চলতি বছর সেখানেই সভা হচ্ছে। তবে ২০২৬ সালে এই মামলায় কিছু বিধিনিষেধ জারি করে রায় দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ দিন জানান, এই জায়গায় ভবিষ্যতে সভা হবে কি না, সেটা নিয়ে দীর্ঘ শুনানি করতে হবে। কারণ এই একটা জায়গায় নির্দিষ্ট একটা সংগঠন সুবিধা পাবে, সেই নিয়ে বিবাদ চলতে থাকবে, সেটা হবে না। আরও বলেন, "এ বার শুধু সময়ের কারণে এই জায়গা বদল করতে বলতে পারছি না। তবে আগামী বছর এই জায়গা বদল করে অন্য কোনও জায়গায় সভা করবে, সেই লিখিত মুচলেকা এ বার দিতে হবে।"

উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "তিন দশক ধরে এখানে একুশে জুলাইয়ের সমাবেশ চলছে। এই মামলা খারিজ করা হোক। এটা অভিসন্ধিমূলক মামলা। অ্যাটেনশন পাওয়ার জন্য এই মামলা করা হয়েছে।"

বিচারপতি জানতে চান, পুলিশ এই সভা নিয়ে কী ব্যবস্থা করছে তা আগামিকাল রিপোর্ট দিয়ে জানাতে হবে। ওই দিন সকাল ১১টা পর্যন্ত শহরে কোনও গাড়ি চলাচল যেন স্তব্ধ না হয় তা দেখতে হবে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement