Advertisement

Kolkata News: 'না পারলে CRPF-কে দায়িত্ব...', হাইকোর্টে পুলিশকে ভর্ৎসনা বিচারপতির

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, 'কোর্টও জানে কী করে তার নির্দেশ পালন করাতে হয়। ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে পুলিশ কিছু না করতে পারলে কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেব। CRPF দিয়ে এই কাজ করাব।' এক বেপাত্তা এক্সকাভেটর (JCB) সংক্রান্ত মামলায় হাইকোর্ট এমনটা বলে। 

সায়ন নস্কর
  • কলকাতা,
  • 01 Mar 2025,
  • अपडेटेड 4:25 PM IST

কলকাতা হাইকোর্টের হুশিয়ারি রাজ্য পুলিশকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, 'কোর্টও জানে কী করে তার নির্দেশ পালন করাতে হয়। ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে পুলিশ কিছু না করতে পারলে কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেব। CRPF দিয়ে এই কাজ করাব।' এক বেপাত্তা এক্সকাভেটর (JCB) সংক্রান্ত মামলায় হাইকোর্ট এমনটা বলে। 

রাণীগঞ্জ এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লোন নিয়ে রামপুরহাট এলাকার এক ব্যক্তি JCB কেনার পর টাকা শোধ করেননি। JCB-র হদিস না মেলায় হাইকোর্টে মামলা করে ব্যাঙ্ক। ২০২৩ সালের সেই নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আদালত। রাজ্যের আইনজীবী পুলিশের সপক্ষে যুক্তি দেওয়ায় আরও অসন্তুষ্ট বিচারপতি।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, 'JCB কোথায়? রাজ্য যদি মনে করে হাইকোর্টের নির্দেশ মানবে না, তবে কোর্টও জানে কীভাবে নির্দেশ কার্যকর করাতে হয়। ডিভিশন বেঞ্চে গিয়ে এই অর্ডার খারিজ করান, না হলে নির্দেশ কার্যকর করুন। আগের নির্দেশ কার্যকর হয়নি। JCB অ্যাটাচ করুন।'

বিচারপতি আরও বলেন, 'আপনারা যদি কোর্ট অর্ডার না মানেন, কোর্ট আপনাদের সমস্যা দেখবে না। রাণীগঞ্জ থানা ব্যর্থ হয়েছে। রামপুরহাট থেকে কেন অভিযুক্তকে ধরা যাচ্ছে না? কে সেই প্রভাবশালী? কত বড় শক্তিমান তিনি? JCB কোথায়? ভুলবেন না এটা হাইকোর্টের নির্দেশ। আপনাদের দিয়ে হবে না। কেন্দ্রীয় এজেন্সিকে দায়িত্ব দেব। তদন্তকারী অফিসারের অবস্থা কিন্তু নিউটাউন IC-র মতো হবে। শুধু SP নয়। সাত দিন সময় চাইছেন... কাজ না হলে CRPF নামিয়ে অর্ডার কার্যকর করাবো। ১০ মার্চ শেষ সুযোগ।'

সংবাদদাতা-  মানস নস্কর

Read more!
Advertisement
Advertisement