ভিসার মেয়াদ শেষ। তাই গোপনে নেপাল পালানোর চেষ্টা। হাতেনাতে ধরা পড়লেন ক্যামেরুনের তিন ফুটবলার। উত্তরবঙ্গের পার্বত্য সীমান্ত এলাকার ঘটনা। ধৃতদের ভারতের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। পাহাড়ি পথ ধরে নেপাল ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে, এসএসবি-র লোহাগড়া আউটপোস্টের জওয়ানরা তাঁদের গ্রেফতার করেন।
ঘটনাটি ঘটেছে লোহাগড়া মঞ্জা এলাকায়। এই অঞ্চল মূলত পাহাড়ি। জঙ্গলে ঘেরা। লোহাগড়া জঙ্গল, পানিঘাটা পেরিয়ে মেচি নদী পার হলেই নেপাল সীমান্ত। এই পথ ধরেই তিন ক্যামেরুনের ফুটবলার নেপালে পালানোর চেষ্টা করছিলেন। তবে শেষমেশ ধরা পড়ে যান। এসএসবি-র জওয়ানরা তাঁদের সোমবার পানিঘাটা আউটপোস্টের হাতে তুলে দেন। এই আউটপোস্ট মিরিক থানার অধীনস্থ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম তিজোল ইভান, সোয়েমোহ ক্লড ইদ্রিস এবং বোনহা নিয়াম স্লোভেন। মঙ্গলবার তাঁদের মিরিক মহকুমা আদালতে তোলা হবে। আদালতের অনুমতি নিয়ে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত তিন ফুটবলারের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তিজোল ইভানের ভিসার মেয়াদ ২০২৪ সালের ২১ জুলাই শেষ হয়েছে। আরেক ধৃত বোনহা নিয়াম স্লোভেনের ভিসার মেয়াদও গত বছর ৭ নভেম্বর ফুরিয়ে গিয়েছে। সোয়েমোহ ক্লড ইদ্রিসের ভিসার মেয়াদ ২০২৫ সালের ১৮ এপ্রিল শেষ হয়েছে। তিনজনই পর্যটক ভিসায় ভারতে এসেছিলেন।
এসএসবি জানিয়েছে, এই তিনজনই আদতে ক্যামেরুনের নাগরিক। পেশায় তাঁরা সবাই 'খেপের' ফুটবলার। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতেন। দীর্ঘদিন ধরেই ভারতে অবৈধভাবে থাকছিলেন। খেলাও চালিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, এক দালালের মাধ্যমে নেপাল প্রবেশের পরিকল্পনা ছিল ওই তিন ফুটবলারের। সেই দালালই পাহাড়ি পথ চিনিয়ে নেপালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে আপাতত সেই দালাল পলাতক। পুলিশ ও এসএসবি-র তরফে জানানো হয়েছে, কীভাবে এবং কার সাহায্যে তাঁরা এই পথে নেপালে পালানোর চেষ্টা করছিলেন, তার তদন্ত শুরু হয়েছে।