কোলাঘাটের ছাতিন্দা গ্রামের বাসিন্দা মৃন্ময় ঘোষ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। সেনাকর্মীর ছাতিন্দার বাড়িতে তল্লাশিতে আসে সিবিআই-এর একটি প্রতিনিধি দল। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃন্ময় ঘোষ বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন আসামে। তাঁর বিরুদ্ধে কর্মরত অবস্থাতেই আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই কারণেই বৃহস্পতিবার সিবিআই একযোগে মৃন্ময়ের ছাতিন্দার গ্রামীণ বাড়ি এবং গুয়াহাটির ফ্ল্যাটে তল্লাশি চালায়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত ঘণ্টা ধরে জেরা করা হয় মৃন্ময়ের পরিবারের সদস্যদের। তল্লাশির সময় বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাসবই, এলআইসির নথিপত্র এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করে নিয়ে যান সিবিআই অফিসাররা।
তবে এখনও স্পষ্ট নয় ঠিক কত টাকার আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে মৃন্ময়ের বিরুদ্ধে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে।
সেনাকর্মীর কাকা মানস ঘোষ জানান, কর্মরত অবস্থায় মৃন্ময় এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন—এমন একটি ভিডিও সেনাবাহিনীর আধিকারিকদের হাতে এসেছে। তারপরেই শুরু হয় তদন্ত। সেই সূত্র ধরেই সিবিআই অভিযান চালায়।
তদন্তকারী অফিসারদের তরফে জানা গিয়েছে, মৃন্ময়ের গুয়াহাটির ফ্ল্যাটেও তল্লাশি হয়েছে। দুটি স্থানেই সিবিআই-এর টিম একযোগে তল্লাশি চালায়।
এই ঘটনায় কোলাঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শান্ত স্বভাবের, সাদাসিধে ছেলে হিসেবে পরিচিত মৃন্ময় সেনাবিভাগে কাজ করে এমন কোনও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বে, তা ভাবতেই পারছেন না স্থানীয় বাসিন্দারা।
মৃন্ময়ের আরেক কাকা বিভাস ঘোষ বলেন, ‘আমার ভাইপো কখনও এরকম কিছু করতে পারে না। কেউ ওকে ফাঁসাচ্ছে।’
এই বিষয়ে সিবিআই আধিকারিকরা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি। তদন্ত চলছে বলে জানিয়েছেন তাঁরা।
সংবাদদাতাঃ চন্দন সেনাপতি