দিল্লির সঙ্গে সেটিং হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন BJPর কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, 'তৃণমূল নেতারা বলে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি। কোনও চিন্তা করতে হবে না। যত পারিস চুরি কর। এখন জেলে ঢুকে বসে আছে। দিল্লির সেটিং করা অত সহজ নয়। যখন সময় আসে দিল্লি তখন ঘারের ধরে জেলের ভিতর ঢোকার ব্যবস্থাটা করে দেবে সেদিন বুঝতে পারবে দিল্লিকে সেটিং করা অত সহজ নয়।'
পশ্চিম বর্ধমানের আসানসোল সাংগঠনিক জেলার পাণ্ডবেশ্বরের হরিপুরে আগমনী যাত্রা অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন- এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর, সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে। সে বালি চুরি করছিল। তাঁদের তৃণমূল নেতারা বলে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি। কোনও চিন্তা করতে হবে না। যত পারিস চুরি কর। এখন জেলে ঢুকে বসে আছে। দিল্লির সেটিং করা অত সহজ নয়। যখন সময় আসে দিল্লি তখন ঘারের ধরে জেলের ভিতর ঢোকার ব্যবস্থাটা করে দেবে সেদিন বুঝতে পারবে দিল্লিকে সেটিং করা অত সহজ নয়।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে সুকান্ত বলেন- দিদি পুজো লম্বা করে দিয়েছেন। আগে সপ্তমী থেকে পুজো শুরু হত, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। দিদিমণি মহালয়ার আগেই চক্ষুদান করে দেন। এবারেও দেখবেন চক্ষুদান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভাব দেখাচ্ছেন মা দুর্গাকে তিনি খুব ভালোবাসেন, তাই তিনি মায়ের চোখ এেঁকে দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, পুজো য লম্বা হবে তত মালের টান পরবে। আর রাজ্য সরাকারের কোষাগাড়ে টাকা জমা পড়বে।
তিনি একই সঙ্গে বলেন- এখানকার বিধায়কের বিরুদ্ধে কয়লা চুরি নিয়ে কীর্তি আজাদ চিঠি লিখেছিলেন। কীর্তি আজাদ চিঠি লিখে বলেছিলেন ইডি, সিবিআই তদন্ত চাই। আর আমি সেটা বাইরে ট্যুইট করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কীর্তিকে বকা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ ট্যুইট করে বলেন আমি আমার চিঠি সরিয়ে নিচ্ছি। আমি আর চিঠি লিখব না। কিন্তু চিঠি লেখো বা না লেখো কয়লা যাঁরা চুরি করেছো তাঁদের নাম ইডির খাতায় লেখা আছে। কেউ রক্ষা পাবে না। সময় হলে ঠিক ব্যবস্থা হবে।