রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কাজে গতি আনতে এবং স্থানীয় মানুষজনকে কাজ দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমে জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করতে হবে এবং তাঁদের 'কর্মশ্রী' প্রকল্পে যুক্ত করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, "পাড়ায় পাড়ায় ছোট ছোট কাজ করতে হবে। বড় কাজ সরকার করছে। স্থানীয় মানুষকে কাজে লাগান। জব কার্ডধারীদের কাজে লাগাতে হবে।" তিনি জানান, রাজ্যে ইতিমধ্যে ১২ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তিনি চান না যাতে গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে।
পুজোর ছুটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজোর জন্য 'আমার পাড়া আমার সমাধান' কর্মসূচী ৭ দিনের ছুটি থাকবে। লক্ষীপুজোর পর আবার কাজ শুরু হবে। কালীপুজোয় পর ২ দিনের ছুটি থাকবে। সমস্ত কাজ নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দেন তিনি।
এদিন ভোটার তালিকা এবং প্রশাসনিক সতর্কতা নিয়েও মুখ্যমন্ত্রী সরব হন। বলেন, 'যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যের ভোটার, তাঁদের নাম বাদ দেওয়া যাবে না। বাংলায় যারা কথা বলছে, তাঁদের ওপর অত্যাচার হচ্ছে। আমাদের বাংলায় চিঠি পাঠাচ্ছে অসম। কোথা থেকে এই সাহস আসে?'
তিনি আরও বলেন, গুরগাঁওয়ে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে লোকজনকে, মহারাষ্ট্রে রাজবংশী এক ব্যক্তিকে নির্মমভাবে খুন করা হয়েছে। রাজ্যের দলিত ও তফশিলিদেরও নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
সার্বিক উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান—
রাজ্যে ৪ লক্ষ ১৩ হাজার পুকুর খনন হয়েছে। ১৩৫০টি প্রকল্পের মধ্যে ৯১% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেউচা পাচামিতে এক লক্ষ চাকরি হবে। আমোদপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কাজ হবে ১৯ কোটি টাকা ব্যয়ে। তারাপীঠ অডিটোরিয়ামের কাজ চলছে জোর কদমে। মুখ্যমন্ত্রী বলেন, বাইরে না গিয়েও রাজ্যের মানুষ নিজেদের দক্ষতায় প্রমাণ দিচ্ছেন। সোনার কাজ হোক বা ইন্ডাস্ট্রির কাজ—বাংলার মানুষ ছাড়া চলবে না।
প্রশাসনিক সতর্কতা প্রসঙ্গে বলেন, 'আমার কাছে অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে। প্রশাসনের কেউ পাচারের সঙ্গে জড়িত আছে। নামগুলো বলছি না।'